অবিনাশ অনেকবার নিষেধ করা সত্ত্বেও বেশ কয়েকবারের চেষ্টায় শ্যামল গুলতি দিয়ে একটা পাখি মেরে দিয়েছে। পাখিটা ঝাপটাতে ঝাপটাতে এসে মাটিতে পড়তেই অবিনাশ দৌড়ে গিয়ে পাখিটাকে যত্নসহকারে হাতে তুলে নিল। হাতদুটো রক্তে যেমন ভেসে যাচ্ছে, তেমনি পাখিটার শরীর থেকে যেন আগুনের ঝলকানি বেরিয়ে হাত পুড়িয়ে ফেলছে। মায়াবী চোখদুটো কি যেন বলতে চাইছে! কাছেই একটা জলা থেকে অবিনাশ একটু জল দিল পাখির গালে, মাথায়। কিছুক্ষন পরে পাখিটা একটা ডিম প্রসব করে অবিনাশের হাতে এলিয়ে পড়ল। ততক্ষণে শরীর শীতল হয়ে গেছে।
রচনাকাল : ২৮/৭/২০২০
© কিশলয় এবং সনৎকুমার পুরকাইত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।