সুবিমল খিদে সহ্য করতে না পেরে শেষে কড়কড়ে কুড়ি টাকার নোট টা ভিতরের বুকপকেট থেকে বের করে তিন টাকার একটা কেক কিনে যখন চারতলার কার্নিশের ধারে দাঁড়িয়ে প্ল্যাস্টিকের মোড়ক খুলতে ব্যস্ত, তখন উল্টোদিকের জানালায় একটা কাক তাঁর দিকে তাকিয়ে ডেকে চলেছে অনবরত। একটু জোরে টান দিতেই মোড়ক ছিঁড়ে কেকটা ছিটকে নিচে চলে গেল। মাটিতে পড়ার আগেই কাকটা পিছু ধাওয়া করে তা ঠোঁটস্থ করে নিল।
সুবিমল একটু এগিয়ে দেখে মনে মনে বলল,
-ধুর, একাদশীতে কেউ কেক খায় নাকি?
রচনাকাল : ২৮/৭/২০২০
© কিশলয় এবং সনৎকুমার পুরকাইত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।