কেমন আছো সুমি? সেই একই রকম রয়েছ দেখছি।
ট্রেনের মধ্যে অনেকক্ষণ দেখার পর একটু এগিয়েই মেয়েটিকে প্রশ্ন করল অভী। না শোনার ভান করে অন্যদিকে তাকিয়ে থাকলেও আবার জিজ্ঞেস করাতে মেয়েটি বললেন,
-আপনার কোথাও ভুল হচ্ছে মনে হয়। আমি সুমি নই, সম্পূর্ণা।
-তুমি তোমার নামটাও বদলে ফেলেছ?
-আরে মশাই, আপনি কি পাগল নাকি?
একদম তাঁর মত এক বন্ধু ছিল শুনে মেয়েটি সব বলতে শুরু করল। অভিষেক জানলো সম্পূর্ণা তাঁর ২০ বছর আগে ছেড়ে যাওয়া বন্ধু সুমনা’র একমাত্র কন্যা।
রচনাকাল : ২৮/৭/২০২০
© কিশলয় এবং সনৎকুমার পুরকাইত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।