আধুনিকা সমাপ্তি কোনদিন শাঁখা সিঁদুরের পরোয়া করেনি, এই সংস্কার মানা তো দূরের কথা। কলেজ থেকে ফেরার পথে কিছু বুঝে ওঠার আগেই সমাপ্তিকে কয়েকজন মুখে রুমাল চাপ দিয়ে তুলে নিয়ে যায়। চোখ খুলতেই দেখল সেখানে আরও তিনজন মেয়ে আছে।
-গুরু, তুমি একটা চেয়েছিলে। চারটে এনেছি।
- কালু, বেওয়ালা মাল থাকলে ছোড় দো।
এক এক করে তিনজনকে গাড়িতে তুলছে দেখে সমাপ্তি বোঝানোর চেষ্টা করল যে সেও বিবাহিত। কিন্তু তাঁর কথায় কর্ণপাত না করে ক্ষুধার্ত বাঘের ন্যায় ঝাঁপিয়ে পড়ল বুলেট স্বপন।
রচনাকাল : ২৮/৭/২০২০
© কিশলয় এবং সনৎকুমার পুরকাইত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।