ছোটবেলা থেকে সোনালীকে ভালো লাগতো প্রদীপ্তের। ভালোবাসতো একে অপরকে। আজ তাঁরা পরিণত হলেও পারিবারিক বৈষম্যের কারণে তাঁদের সম্পর্ক না মেনে সোনালীর অন্যত্র বিয়ে হচ্ছে আজ। চারিদিকে আলোর রোশনাই, শুধু অন্ধকারে বসে রিক্ত প্রদীপ্ত। ঘড়িতে তখন রাত ১১ টা। হঠাৎ তাঁর বাড়িতে একদল লোক এসেছে তাঁকে নিয়ে যেতে। বরের গাড়ি অ্যাকসিডেন্ট হয়েছে। হাসপাতালে জীবন মৃত্যুর সাথে লড়ছে পাত্র নিজেই। লগ্নভ্রষ্টা সোনালীকে বাঁচাতে আজ প্রদীপ্তের কাছে গলবস্ত্র হয়ে ভিক্ষা চাইছেন সোনালীর বাবা। কষ্টের মাঝেও প্রদীপ্তের চোখের কোণে চকচক করছে আনন্দাশ্রু।
রচনাকাল : ২৮/৭/২০২০
© কিশলয় এবং সনৎকুমার পুরকাইত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।