**+ "শেষ বিকেলের মেয়ে" +**
কলমেঃ "সুজন কুমার রায়"
দিনের শেষে ক্লান্ত বেশে, চলেছ একেলা ফিরে ,,,
পাখির ডাকে গাছের শাঁখে, যাচ্ছ আপন নীড়ে ...
অস্তবেলা সকল খেলা, ফেলে রেখে সব স্মৃতি ,,,
চলেছ পথে শূন্য হাতে, নেই কোনো প্রেম প্রীতি ...
বাতাস বহে ক্লান্ত দেহে, চলেছ একেলা কোথায় ,,,
ঋতুর ধারায় প্রান সঞ্চয়, বর্ষা ঝরিয়ে হেথায় ...
তোমার ডাকেতে গাছের শাঁখেতে, ফুটেছে কত ফুল ,,,
যাচ্ছ চলে বিদায় বলে, তোমার নেই দাড়াবার কূল ...
একটু দাড়াও যদি না হারাও, যেওনা আমায় ফেলে ,,,
এই মায়াজাল দেখা হবে কাল, যাচ্ছ তুমি বলে ...
আসিতেছে চাঁদ জ্যোৎস্না রাত, থাকবে না তুমি পাশে ,,,
তুমি বিনা হায় সবই হারায়, ভাসি যে সর্বনাশে ...
এলে যখন খুশীতে তখন, থাকো না একটু আর ,,,
চলে গেলে আমি অশ্রুজলে, ভাসিব যে বারেবার ...
বড় অবেলায় দেখেছি তোমায়, যাচ্ছ কোথায় হারিয়ে ,,,
রবো কি করে একেলা নিথরে, ফিরে দেখো আছি দাড়িয়ে ...
চলেছ তুমি একেলা অস্তগামী, অজানা কোন পথে ,,,
ফিরে এসে তুমি দিবস আগামী, থাকিও সবার সাথে ...
চলেছ যেন আপন মনে, স্মৃতির ভেলা বেয়ে ...
দেখেছি তোমায় অস্তবেলায়, তুমি শেষ বিকেলের মেয়ে ...
রচনাকাল : ২৭/৭/২০২০
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।