***++ "প্রেমের গোলাপ" ++***
কলমেঃ "সুজন কুমার রায়"
ভাঙাগড়া নদীর বুকেতে, আছে জোয়ারভাটা ,,,
গোলাপ তেমন সুরক্ষাতে, রাখে বুকে কাটা ...
কত ফুল পথের ধারে, ফুটে আর ঝড়ে যায় ,,,
তোমার দ্বারা আবেগ জাগে, প্রেমের জন্ম হয় ...
প্রেম মানে তো লাল গোলাপ, জাগে মনে ইচ্ছা ,,,
শুভাগমনে জানাতে হয়, লাল গোলাপ শুভেচ্ছা ...
মূল্যবান ও প্রয়োজনের, সবকিছুতেই তুমি ,,,
ওই বাগিচায় তোমায় রেখে, কেমনে থাকি আমি ...
সৌন্দর্য তোমার বুকে তাই, সাজিয়ে রাখা স্বর্গ ,,,
তোমায় নিয়ে প্রকৃতির তাই, বুকে অনেক গর্ব ...
কতটা প্রেম বুকের মাঝে, রাখো কাটায় ঢেকে ,,,
গন্ধ না থাক প্রাণ জুড়ে যায়, মুখটি তোমার দেখে ...
আজ তো শুধু তোমার তরে, হয় প্রেমের সূচনা ,,,
প্রেমের কাব্য গীতি সবই, তোমার তরে রচনা ...
মন কেড়েছ সকলের তাই, তোমায় নিয়ে চলা ,,,
থাক না যত তবুও তোমায়, ফুলের রাণী বলা ...
রাজা বাদশা সবার কাছে, তুমি ফুলের রাণী ,,,
লেখক কবি লিখে গেছেন, তোমার নামের বাণী ...
ফুটিত ফুলের মাঝে, তুমি যে অতি নিষ্পাপ ,,,
তোমার দ্বারা গঠিত তাই, তুমিই প্রেমের গোলাপ ...
রচনাকাল : ২৭/৭/২০২০
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।