, শহর : Kolkataএই শহরে জোনাকি নেই, সন্ধ্যে হয় হলুদ নিয়নে... এই আধারে আলো নেই, ভুলের চিঠি আসে পিওনে... কিছু স্মৃতি আজও আপন, কিছু ব্যাথা খুবই গোপন... কিছু ছবি থাকে নিরলে, কিছু কথা কাদে আড়ালে..... অবাক চোখের অবাক জলে, নিরব কষ্টগুলো ঝরে... তুমি আমি এক মলাটে, তবু আছি অনেক দূরে..... সময়ের ঋণ বাড়ছে দিন দিন, ভুলে গেলে সব পিছুটান... দ্বিধার আগুনে অভিমান, তুমি আমি এটাই ব্যবধান।।।রচনাকাল : ২৫/৭/২০২০