কবিতাঃ এক অন্যপ্রেমের গল্প
কবিঃ সন্তু প্রামাণিক
সে এক অন্য প্রেমের গল্প -
ভালোবাসার উপন্যাসের পাতায় পাতায়।
তোমার গালভরা হাসি,
দুলে ওঠে মন যখন বলো পাহাড় ভালোবাসি।
কি জানি কতোটা বেগে স্বপ্নেরা ঘুরে আসে,
তোমায় সঙ্গিনী করে, পাহাড়ের হাতছানি।
আমি হারিয়ে গিয়েও ফিরে আসি বারবার -
আমায় বেঁধে রাখে তোমার প্রেমের সূতাখানি।
হিসেব আমি বুঝিনা,
আমি বুঝি তোমার চুলের ঝরনা।
আমি বুঝি তোমার চোখের গভীর অরণ্য,
আমি বুঝি দিন শেষে তোমার স্নিগ্ধতা।
তুমি প্রেমিক দেখোনি,
দেখো আমি অন্তহীনের প্রেমিক।
তুমি ভালোবাসা খোঁজোনি -
দেখো আমি অদম্য ভালোবাসার মালিক।
আমি প্রকৃতি ভালোবাসি,
তুমিও ভালোবেসো, গোলাপের ছাদে ।
বেগনভেলিয়া আর ম্যানডোলিনে সাজিয়ে দেব -
তোমার আসার পথ,
তুমি নগ্ন পায়ে এসো আমার রাজপ্রাসাদে।
**********
রচনাকাল : ২৫/৭/২০২০
© কিশলয় এবং সন্তু প্রামাণিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।