অব্যক্ত উপস্থিতি
আনুমানিক পঠন সময় : ৩ মিনিট

কবি : মেঘনাদ দত্ত
দেশ : India , শহর : Purba Bardhaman

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , এপ্রিল
প্রকাশিত ২৯ টি লেখনী ৩২ টি দেশ ব্যাপী ১০৪৯৮ জন পড়েছেন।
                            অব্যক্ত উপস্থিতি
                              মেঘনাদ দত্ত

              নোনতা দুপুরের অবসান, বিকেল উঁকি দিচ্ছে।
              আজ হয়েছে অসময়।
              স্নান সেরে শরীর থুয়েছি খাটিয়ায়,
              হাতে সমরেশ।
              তুমি বেরিয়ে এলে,
              তেমনি সিক্ত হয়ে
              কৃষ্ণচূড়ায় যেমন জ্যোৎস্না লাগে।
             'টানা-পোড়েন' থেকে চোখটা উঠালাম।
             তোমার ভিজে চুলের লকস্
             তোমার ডান চোখকে ঢেকে রেখেছে।
             দিনের শেষে শেষ বিকেলের আলো,
             কুহেলি কপোলে তোমার দাবি রেখে গেছে।
             কিছু বিন্দু বিন্দু জল
             গড়িয়ে আসছে তোমার মুখ বেয়ে।
             বিছানায় তোমায় নিয়ে যেমন আমার ত্রিভুবন আবিষ্কার,
             কপোলাসিক্ত জলাভা তোমায় তেমন আদর করছে।
             বিন্দু বিন্দু জলাভাকে আমার ইর্ষা লাগে।

          ...ভাবছি ভালো,এমনটি যদি হতো !

              আজ তুমি পরবাসে ,
              দশফুট বাই দশফুটের গভীর অন্ধকারকে
              লিবিয়ার জঙ্গলের মতো আর দেখায় না।
              মিহিন বাতাসে তোমার সুর শুনতে পাই,
              অ্যান্ডি উইলিয়ামসের 'Where do I begin'।
              কখনো আর একা মনে হয় না।
              শেষ পুংক্তির মতো তুমি থেকে যাও কাছে।
               'And she will be there'।
           
রচনাকাল : ২৪/৭/২০২০
© কিশলয় এবং মেঘনাদ দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 11  Czech Republic : 1  Europe : 2  France : 29  Germany : 51  Hungary : 1  India : 453  Norway : 22  Romania : 4  
Russian Federat : 7  Saudi Arabia : 10  Switzerland : 4  Ukraine : 23  United Kingdom : 7  United States : 127  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 11  Czech Republic : 1  Europe : 2  
France : 29  Germany : 51  Hungary : 1  India : 453  
Norway : 22  Romania : 4  Russian Federat : 7  Saudi Arabia : 10  
Switzerland : 4  Ukraine : 23  United Kingdom : 7  United States : 127  
© কিশলয় এবং মেঘনাদ দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অব্যক্ত উপস্থিতি by Meghnad Dutta is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৬২৮৫৩৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী