অব্যক্ত উপস্থিতি
মেঘনাদ দত্ত
নোনতা দুপুরের অবসান, বিকেল উঁকি দিচ্ছে।
আজ হয়েছে অসময়।
স্নান সেরে শরীর থুয়েছি খাটিয়ায়,
হাতে সমরেশ।
তুমি বেরিয়ে এলে,
তেমনি সিক্ত হয়ে
কৃষ্ণচূড়ায় যেমন জ্যোৎস্না লাগে।
'টানা-পোড়েন' থেকে চোখটা উঠালাম।
তোমার ভিজে চুলের লকস্
তোমার ডান চোখকে ঢেকে রেখেছে।
দিনের শেষে শেষ বিকেলের আলো,
কুহেলি কপোলে তোমার দাবি রেখে গেছে।
কিছু বিন্দু বিন্দু জল
গড়িয়ে আসছে তোমার মুখ বেয়ে।
বিছানায় তোমায় নিয়ে যেমন আমার ত্রিভুবন আবিষ্কার,
কপোলাসিক্ত জলাভা তোমায় তেমন আদর করছে।
বিন্দু বিন্দু জলাভাকে আমার ইর্ষা লাগে।
...ভাবছি ভালো,এমনটি যদি হতো !
আজ তুমি পরবাসে ,
দশফুট বাই দশফুটের গভীর অন্ধকারকে
লিবিয়ার জঙ্গলের মতো আর দেখায় না।
মিহিন বাতাসে তোমার সুর শুনতে পাই,
অ্যান্ডি উইলিয়ামসের 'Where do I begin'।
কখনো আর একা মনে হয় না।
শেষ পুংক্তির মতো তুমি থেকে যাও কাছে।
'And she will be there'।
রচনাকাল : ২৪/৭/২০২০
© কিশলয় এবং মেঘনাদ দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।