আষাঢ়ে বাদল নামে... জল ঝরে অঝোর ধারায়
কবির কলমে বর্ষার কবিতা (অষ্টম পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী
সকাল হতে গাঁয়ের পথে
বৃষ্টি বাদল জলে,
ছাতা মাথায় নিয়ে সবাই
গাঁয়ের পথে চলে।
আকাশ পাড়ে হুঙ্কার ছাড়ে
মেঘেরা গরজায়,
আকাশ ঘিরে অম্বর চিরে
বিজুলি চমকায়।
অজয় নদী ঘাটের কাছে
আজিকে সারাবেলা,
যাত্রীরা কেহ আসেনি আজি
ঘাটে মাঝি একেলা।
চাষীরা সবে লাঙল লয়ে
মাঠেতে করে চাষ,
সকালে যায় আসে সন্ধ্যায়
সারা আষাঢ় মাস।
পুকুর পাড়ে বেড়ার ধারে
গোরু বাছুর ভিজে,
কলমে কবি বৃষ্টির ছবি
কবিতা লিখে নিজে।
রচনাকাল : ২০/৭/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।