আমি ছাত্রাবস্থায় বাংলা/ইংরাজিতে বেশি ভালো/স্বচ্ছন্দ ছিলাম বিজ্ঞানের বিষয়গুলির তুলনায়। কিন্তু মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক কোনো মার্কশিটেই তার প্রতিফলন ঘটেনি। Chitram Banerjee সাক্ষী। বাইরের দেশে বসে কেউ শীলমোহর দিলে এদেশে সেই বক্তব্যের গুরুত্ব বাড়ে। তাই আমার বন্ধুতালিকায় উপস্থিত স্কুলজীবনের শিক্ষকদের বদলে ওর reference দিয়ে রাখলাম।
ধরা যাক আমি বাংলায় যতটা পারদর্শী কারও জীবনবিজ্ঞানে দখল ততটাই। পরীক্ষা দুটোও আমাদের একই রকম ভালো হয়েছে। তাহলে ও জীবনবিজ্ঞান থেকে যত মার্কস আশা করছে, আমি বাংলা থেকে করতে পারবো না কোন যুক্তিতে? সর্বমোট নম্বরে দুটো বিষয়ই সমান weightage নিয়ে যোগ হবে এবং এই সর্বমোট নম্বরই পরের ধাপের প্রবেশিকার জন্য প্রধান বিবেচ্য। তাহলে বাংলায় তুখোড় হলেও মেরেকেটে ৮০ আর জীবন বিজ্ঞানে একটু আধটু ভুলের পরেও ৯০এর ঘরে শেষ করার যে সম্ভাবনা (আমি নিজেই করেছি - সে নম্বরে প্রীত হয়ে তখনই অনেকে ডাক্তারি পড়া শুরু করে দিতে বলেছিলেন - ভাগ্যিস শুনিনি!) তা কি অন্যায় নয়?
এই অন্যায় বছরের পরে বছর, প্রজন্মের পরে প্রজন্ম ধরে হয়ে এসেছে। সম্প্রতি যেই বাংলায় লোকে ৯০/৯৫ পেতে শুরু করলো তাকে স্বাগত জানানো তো দূর, শুরু হলো ট্রোলিং। মূল্যায়নে অসঙ্গতির স্বপক্ষে যুক্তির বদলে 'বাংলায় কেউ অত পেতেই পারে না' এই স্বতঃসিদ্ধ হলো তার ভিত্তি। কিছু meme এ রবীন্দ্রনাথকে টেনে আনা হয়েছে। যেখানে তিনি বলছেন 'আমি পরীক্ষা দিলেও এত পেতুম না।' সত্যিই তিনি পেতেন না। কারণ প্রাতিষ্ঠানিক পরীক্ষা-নির্ভর শিক্ষার সাথে তাঁর যে সাময়িক পরিচিতি তা যে খুব সুখের নয় তা ঐতিহাসিক সত্য। একটু সময় করে বিভিন্ন ক্ষেত্রে মনীষীদের জীবনী পড়ুন। তাঁরা যে যে বিষয়ে দিকপাল হয়েছেন ছাত্রাবস্থায় সেই সেই বিষয়ে গোল্ড মেডেল পেতে পেতে এগিয়েছেন এমনটা নয়,অনেক ক্ষেত্রেই নয়।
আর একটা কথা। আমরা যখন স্কুলছাত্র, আমাদের বন্ধুরা যারা অধিকাংশই আর্থ-সামাজিক নিরিখে আমাদের থেকে উন্নত ছিল তারা CBSE/ICSE বোর্ডে (আমরা গেঁয়ো বাংলা মিডিয়াম অত প্রভেদ না করে 'দিল্লি বোর্ড' বলে জানতাম) ভাষা বিষয়ে এরকম নম্বর সেযুগেই পেতো। কই তাদের নিয়ে তো ট্রোলিং হয়নি? আজ যেই পাশের বাড়ির নিম্ন-মধ্যবিত্ত ঘরের ছেলেটা/মেয়েটা সমতুল্য নম্বর 'বাংলা' বোর্ডেই পাচ্ছে অমনি দুটো চোখা চোখা মন্তব্য করে, পরীক্ষায় সাফল্যের জন্য তাকে লজ্জিত করে বেশ আত্মপ্রসাদ অনুভব করছেন, কি বলুন?
আরও অনেক কিছু লিখতে পারতাম কিন্তু উপসংহারে স্বনামধন্য অনুব্রত বাবুর প্রবাদপ্রতিম quote টিই যথেষ্ট - "লজ্জা লাগে না? লজ্জা লাগা দরকার।"
রচনাকাল : ১৯/৭/২০২০
© কিশলয় এবং আলমগীর বৈদ্য কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।