***++ "মাটি আমার মা" ++***
_______ :-) "সুজন কুমার রায়"
যার বুকেতে জন্ম আমার, যার বুকেতে চলা ,,,
তাকে নিয়ে গর্ব আমার, তার কথাটিই বলা ...
জন্মদাতা জন্ম দিল, লালন করলো আরেক মা ,,,
তার বুকেতে খেলা করে, ধন্য জীবন খানা ...
তাকে ছাড়া নয়তো কেহ, সবই যে তার বুকে ,,,
তার বুকেতে শুয়ে থাকি, সকল দুঃখ সুখে ...
শূন্য সবই তাকে ছাড়া, এই শূন্য জগৎ যেন ,,,
তার বুকেতেই সুসজ্জিত, আজ প্রকৃতি এখনও ...
যেথায় থাকি যেমন থাকি, তার বুকেতে আছি ,,,
তার বুকেতে জন্ম নিয়ে, তার বুকেতেই বাঁচি ...
তার বুকেতেই প্রকৃতি আজ, হরেকরকম সাজ ,,,
ফুল ও ফলে বৃক্ষলতায়, পশুপাখির রাজ ...
প্রতিপালনে সেইতো বড়, জন্মদাতার চেয়ে ,,,
অনেক বড় মনটা যে তার, চলে বোঝা বেয়ে ...
অনেক রকম সাজসজ্জা, তার বুকেতেই সব ,,,
চলমান নদী পথের সাথী, পাখিদের কলরব ...
তার বুকেতেই বিনাশ যেন, তার বুকেতে মরণ ,,,
ধনী গরীব রাজা বাদশা, সবাই রেখো স্মরণ ...
জন্ম যদিও মায়ের বুকে, তবু অন্য মায়ের বুকে ,,,
মিশে থাকে সবকিছু তাই, সকল দুঃখ সুখে ...
আর কি বলি তার তুলনা, শেষ কভু হয় না ,,,
আর কেহ নয় তার পরিচয়, মাটিই আরেক মা ...
যেথায় থাকি যেমনি থাকি, কভু ভুলতে পারি না ,,,
এই মাটিতেই জন্ম আমার, এই মাটিই আমার মা ...
রচনাকাল : ১৮/৭/২০২০
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।