দিনের শেষে আঁধার এসে, বলছে শোন ভাই ,,,
একটু দাড়াও থাকতে দাও, আমায় এবার তাই ...
থাকতে দিয়ে বিদায় নিয়ে, সূর্যাস্তের বেলা ,,,
যাচ্ছে আলো আঁধার কালো, শুরু হলো খেলা ...
অবাক শিশু আলোর পিছু, ছুটে চলে ছায়া ,,,
আঁধারে থাকা যায় না দেখা, ছায়ার এমন মায়া ...
রাত্রি আঁধার সবুজ পাতার, ফাকে পাখির বাসা ,,,
দিনের বেলা রঙের খেলা, মনেতে কত আশা ...
আঁধার ছাড়া আঁলোর দ্বারা, লাগে না কিছু ভালো ,,,
তাই ভালো আঁধার কালো, এমন চাঁদের আলো ...
সূর্য চাঁদ সাঁঝ ও প্রভাত, অবাক আলোর দ্বারা ,,,
ছায়ার মত নেইতো ক্ষত, আঁধার করে তাড়া ...
যতই বলো আঁধার কালো, দু'জনে ভাই ভাই ,,,
ছাড়েনা কভু কখনও তবু, মিলেমিশে চলে তাই ...
নিজে বুঝতে ভাই খুজতে, এমন প্রদীপ জালো ,,,
কখনও ভুলনা ওদের তুলনা, আঁধারের বুকে আলো ...
রচনাকাল : ১৮/৭/২০২০
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।