১৯৯৯ সালের ২৬শে জুলাই কার্গিল বিজয় দিবস
ভারতীয় সেনাবাহিনীর বর্নিত এক অদম্য সাহস।
ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে রবে চিরদিন
আপামর ভারতবাসী অনন্তকাল বইবে এই ঋণ।
বীরসৈনিকরা আটকায় পাকিস্তানি হানাদারদের
অপারেশন বিজয় সাফল্য অর্জন করেছিল তাদের।
প্রায় ছয়শত শহীদের তাজা রক্তের বিনিময়ে
পিছু হটিয়ে দখলমুক্ত করে জয় এনেছিল ছিনিয়ে।
ভারতীয় সশস্ত্রবাহিনী যুদ্ধ করেছিল ষাট দিন ধরে
দেশের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষা সবার ওপরে।
বীর বিক্রম এই সৈনিকদের স্যালুট জানাই
গৌরবান্বিত শহীদদের পরিবারকে প্রণমি সবাই।
রচনাকাল : ১৬/৭/২০২০
© কিশলয় এবং স্বাগতা রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।