আষাঢ়ে বাদল নামে... জল ঝরে অঝোর ধারায়
কবির কলমে বর্ষার কবিতা (চতুর্থ পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী
আষাঢ়ে বাদল ধারা ঝর ঝর ঝরে,
নদীনালা মাঠ ঘাট সব জলে ভরে।
বৃষ্টি ঝরে সারা দিন টাপুর টুপুর,
বরষার জলে ভিজে পথের কুকুর।
নীড়-হারা পাখি সব তরুর শাখায়,
বসে বসে জলে ভিজে ঘন বরষায়।
চাষীসব জলে ভিজে মাঠ করে চাষ,
জল ঝরে সারাদিন আষাঢ়ের মাস।
আষাঢ়ে বাদল ঝরে ঝর ঝর ঝর,
অজয়ের প্লাবনেতে ভাসে বাড়িঘর।
নদীতে প্রবল বন্যা তরী নাহি চলে,
দুইকূলে তরুশাখা ভাসে নদীজলে।
অজয়ের বাঁধ ভাঙে জল ঢুকে গাঁয়ে,
প্লাবনের জলে ভাসে রাঙাপথ বাঁয়ে।
রচনাকাল : ১৫/৭/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।