মনে পড়ে ছোট বেলার চোরপুলিশ খেলার কথা?
আমি শুধুই পুলিশ হতাম।
বীরের মত বুকফুলিয়ে খেলনা বন্দুক উঁচিয়ে চলতাম।
আমার দেশপ্রেম রক্তে মিশে গেছে।
আজ আমার দেশের সীমান্তে দাঁড়িয়ে থাকতে ভয় করে না।
বারুদের ঝাঁঝালো গন্ধে মাথা ঝিমঝিম করে না।
তীব্র শীতল বরফ আমার রক্ত শীতল করতে পারে না।
হ্যাঁ আমি একজন সৈনিক।
দেশমাতার ইজ্জত রোখার কারিগর।
কত তাজা প্রাণ মাকে বাঁচাতে আজ কফিনে বন্দি।
তোমার দিন কাটে নরম গদিতে শুয়ে।
আমার নিদ্রা কাটে বারুদ বিছানো পথে।
আমার ভালো লাগে শত্রুর মোকাবিলা করতে।
আমি শত্রুর রক্তের নোনা স্বাদে সুখ খুঁজে পাই।
সুখ খুঁজতে গিয়ে গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেও দু:খ নেই।।
আমি বারবার আসব ফিরে মাকে সেলাম জানাতে।
আমাকে আসতেই হবে।
শুধু ফুল ফোটাতেই বসন্ত আসে না,
যুদ্ধ জয়ে আমিই পারি বসন্তের ফুল ফোঁটাতে।
রচনাকাল : ১৪/৭/২০২০
© কিশলয় এবং দেবাশীষ সিকদার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।