আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি
গাঁ আমার মাটি আমার (দশম পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ের মাটিতে ফলে সোনার ফসল,
গাছেগাছে ধরে কত ফুল আর ফল।
রাঙাপথে সারি সারি তাল ও সুপারি,
পাশে তার আমবন শোভা দেয় ভারি।
ছোট দিঘি জলে তার হাঁসগুলি ভাসে,
পানকৌড়ি প্রতিদিন ডুব দিতে আসে।
জল নিতে আসে বধূ রাঙাপথ ধরে,
কলসীতে জল নিয়ে চলে বধূ ঘরে।
গাঁয়ে আছে ছোট নদী নামটি অজয়,
কুলু কুলু রবে সদা দিবা নিশি বয়।
দুইকূলে ছোট গ্রাম অজয়ের পারে,
শাল পিয়ালের বন হেরি দুই ধারে।
সুখশান্তি ভালবাসা আছে এই গাঁয়ে,
আমাদের ছোট গ্রাম রাঙাপথ বাঁয়ে।
রচনাকাল : ১১/৭/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।