আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি
গাঁ আমার মাটি আমার (সপ্তম পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী
আমার গাঁয়ের মাটি
সুশীতল ছায়া,
গাঁয়ের মাটিতে আছে
মমতা ও মায়া।
আমগাছ, জামগাছ,
কাঁঠালের বন,
বসন্তে কোকিল গাহে
ভরে ওঠে মন।
আমার গাঁয়ের পাশে
পথ গেছে বেঁকে,
জল নিয়ে আসে বধূ
নদীঘাট থেকে।
অজয়ের নদীচরে
শালিকের মেলা,
সকালে বিকালে করে
সারাদিন খেলা।
আমার গাঁয়ের মাঝে
পদ্মদিঘি আছে,
পাখি সব কলরব
করে গাছেগাছে।
মাটির পাঁচিলে ঘেরা
ছোট বাড়িঘর,
আঙিনায় কলাগাছ
শোভা মনোহর।
আমার গাঁয়ের মাটি
মায়ের সমান,
কবিতায় লিখে কবি
লক্ষ্মণ শ্রীমান।
রচনাকাল : ৮/৭/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।