আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি
গাঁ আমার মাটি আমার (ষষ্ঠ পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ের মাটি স্নেহ পরশে
ভুলায় নয়ন মন,
গাঁয়ের মাটি পবিত্র খাঁটি
সুখ শান্তি নিকেতন।
আমার গাঁয়ে সবুজ গাছে
সবুজ শীতল ছায়া,
এই গাঁয়েতে খুঁজলে পাবে
মমতা মাখানো মায়া।
বাড়ি আমার পাথরচুড়ে
অজয় নদীর ধারে,
আম কাঁঠাল কলা খেজুর
তালগাছ সারে সারে।
গাঁয়ের মাঝে কাজল দিঘি
সুশীতল তার জল,
পাড়ার ছেলে স্নানের কালে
করে কত কোলাহল।
দিঘির জলে শালুক ফুটে
পানকৌড়ি রোজ আসে,
শীতল জলে মরাল খেলে
মরালীরা জলে ভাসে।
আমার গাঁয়ে রাঙাপথ বাঁয়ে
ছোট ছোট বাড়িঘর,
দূরে তাকাই ঐ দেখা যায়
অজয় নদীর চর।
দিনের শেষে তপন হাসে
দেখতে লাগে ভালো,
আঁধার নামে আমার গ্রামে
জোনাকিরা দেয় আলো।
রচনাকাল : ৭/৭/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।