এক গ্রামে এক গরীব পোটো ছিল ।সে ছিল খুবই সৎ।সে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে খুব সুন্দর সব মূর্তি তৈরি করত।তার মূর্তির চাহিদা গ্রাম ছাড়াও আশপাশের গ্রামেও ছিল। পোটো গিন্নি রোজ কাঁদে।তাদের অভাবের সংসার।মূর্তির চাহিদা থাকলেও লোকে দরদাম করে অনেক কম টাকায় মূর্তি নিয়ে যেত।কখনো বা বাকি থাকতো টাকা।কিন্তু পরে আর টাকা দিত না।একদিন পোটো এক সুন্দর মা কালীর মূর্তি তৈরি করলো ।মূর্তি যেদিন সম্পূর্ণ হলো সেদিন রাতে স্বপ্ন দেখলো যে মা কালী তাকে আদেশ করছেন ওই মূর্তিটা সে যেনো কালীপূজার দিন পূজা করে।তাহলে তাদের আর কোনো অভাব থাকবে না।সেই মতো সে ওই মূর্তিটা পূজা করলো।পূজা শেষ হলে সেখানে গ্রামের জমিদার মশাই এলেন ।সঙ্গে তার এক ঘরা মোহর।তিনি নাকি স্বপ্নে মা কালীর আদেশ পেয়েছেন যে ভালকাজের আর সততার জন্য পোটোকে একঘরা মোহর দিতে হবে।তাই তিনি পোটোকে এক ঘরা মোহর দিলেন।এরপর তিনি গ্রামের সবাইকে আদেশ দিলেন তারা যেনো সঠিক দাম দিয়ে মূর্তি কেনে ।এরপর থেকে কেউ আর পোটোকে ঠকায় না।এদিকে মোহর পেয়ে তো পোটো বড়ো খুশি।সে বড়ো বাড়ি করলো।সব সখ পূরণ হলো , তাদের আর কোনো অভাব রইলো না।সংসারে সুখ শান্তি ফিরলো।
নীতিকথা: সততার পুরস্কার সর্বদাই মেলে।
রচনাকাল : ৫/৭/২০২০
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।