কামাখ্যা মন্দিরের পাশ ঘেঁষে বসেছে অম্বুবাচীর মেলা। মায়ের মূল মন্দির বন্ধ। হয়েছে হাজার স্মরণার্থীর ভিড়, টিভিতে তার লাইভ টেলিকাস্ট দেখতে দেখতে মাকে প্রশ্ন করলো মেয়ে....
- আচ্ছা মা!
শরীর-খারাপ হলে অঞ্জলী দেওয়া যায়না কেন?
মা হেসে বললেন,
- আগে বল,তোর সবচাইতে কাছের দেবতা কে?
সবচাইতে বড় দেবী কে তোর কাছে?
- কেনো?তুমি!
- হাহাহা।
বেশ! আমি।
পৃথিবীর প্রত্যেক সন্তানের কাছেই তার মা হলেন সবচেয়ে বড়ো ভগবান।
মেয়েরা যখন তাদের মাসিক ঋতুস্রাবের মধ্যে দিয়ে যায়, তখন তার শরীর তাকে জানিয়ে দেয়, যে জনন প্রক্রিয়ার জন্যে সে ভেতর থেকে তৈরি।এবং সন্তান জন্ম দিতে তার শরীর সক্ষম। শুধু প্রয়োজন একফোঁটা ঔরসের।
তাই এইসময় তার শরীরের আনাচে কানাচে বিরাজ করে দেবত্ব। এই সময়ে প্রতিটি নারীই দেবী।
এবং নিজে একজন দেবী হয়ে অন্য দেবীর আরাধনা করা যায়না মা।
অঞ্জলী দেওয়া যায়না।
মেয়েটা হাঁ করে শুনেই গেলো শুধু!!
--কলমে দেবলীনা
রচনাকাল : ৪/৭/২০২০
© কিশলয় এবং দেবলীনা চ্যাটার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।