~অভাগিনী ~
রূপক ঘোষ
গ্রীনপার্ক
পরনে মলিন বেশে, রাস্তায় দাঁড়িয়ে,
মাগিছে ভিক্ষা আজ,জঠরের জ্বালাতে।
কত লোক যায় আসে,তাকে পাশ কাটিয়ে,
ভাত দুটি খেতে চায়,শুধু খিদে মেটাতে।।
কেউ দেয় বাসি রুটি,কেউ দেয় শুধু ভাত,
তাই খায় গোগ্রাসে,পেটে খিদে নাহি লাজ।
দোরে দোরে ঘোরে সে,ভাঙা থালা নিয়ে সাথ,
ভিক্ষা মেলেনি তার,সারাদিন ঘুরে আজ।।
একদিন সবি ছিল,ছিল ভরা সংসার,
বিধাতা কেড়ে নিল,চোখ দুটি দামী তার।
তারপর কি যে হল,সংসার ছারখার,
স্বামী ছেড়ে চলে গেল,খোঁজ নেই আজ তার।।
অবসরে মনে পড়ে,সোনালি সে সব দিন,
কোথা দিয়ে কেটে গেল,এল আজ দুর্দিন।
চোখেতে অশ্রু নামে,বুক করে চিনচিন,
অভাগিনী কবে পাবে,ফেলে আসা সেই দিন।।
২৭ শে বৈশাখ, ১৪২৭
রচনাকাল : ২/৭/২০২০
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।