~স্বপ্ন ~
রূপক ঘোষ
গ্রীনপার্ক
খোকা যে তার মানুষ হবে সাধটি ছিল মনে,
তাইতো মা তার পড়িয়েছিল কষ্ট হবেও জেনে।
না থাক বাবা চিন্তা কি তার মা যে আছে পাশে,
স্নেহের পরশ রাখছে মা তাই খোকার মাথার পাশে ।।
ধীরে ধীরে বাড়ছে খোকা ভালো রেজাল্ট করে,
তাই না দেখে মায়ের মনে অনেক আশা ধরে।
নাই বা খেলো দু-বেলা মা কি যায় আসে তাতে,
যে ভাবে হোক খোকার যেন খাবার পড়ে পাতে ।।
মা ভাবছে খোকা যখন মস্ত বড়ো হবে,
থাকবে না আর দুঃখ তাদের আনন্দেতে রবে।
মায়ের আশা সত্যি করে গেলো খোকা বিদেশ,
গুনছে দিন খোকা তার ফিরবে কবে স্বদেশ।।
মাসে মাসে আসছে চিঠি পড়তে লাগে বেশ,
ধীরে ধীরে কমে এলো রইলো না আর রেশ।
হঠাৎ করে বললো খোকা করছে যে সে বিয়ে,
চিন্তা যেন না করে মা, আসবে তাকে নিয়ে।।
মা ভাবে ওই এলো বুঝি খোকা মাকে নিতে,
স্বপ্ন যে তার মিথ্যে হলো আসলো না আর নিতে।
কাঁড়ি কাঁড়ি পাঠায় টাকা খোকা মায়ের কাছে,
খোকার টাকার মায়ের কাছে সত্যি কি দাম আছে ।।
খোকা এখন ব্যস্ত বড়ো সময় হাতে নেই,
মায়ের অসুখ জেনেও খোকার আসার ইচ্ছা নেই।
মা লেখে ওরে খোকা আয় রে ফিরে তুই,
মরার আগে একটিবারের জন্য তোকে ছুঁই।।
চিঠি খানি লেখা আর হলো না তো শেষ,
শেষবার খোকা ডেকে হলো নিঃশেষ।
খোকা চায় যে ভাবে হোক আরো বড়ো হতে,
তাইতো খোকা পাড়ি জমায়
দেশে-বিদেশেতে ।।
২৫ শে বৈশাখ, ১৪২৭
এই কবিতাটি সেই সকল মায়েদের উৎসর্গ করলাম, যারা অনেক আশা নিয়ে এবং কষ্ট করে ছেলে - মেয়েদের বড় করার স্বপ্ন দেখে।
রচনাকাল : ২/৭/২০২০
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।