"খাও তো আমার টাকায় তাও এত জেদ কিসের ?? বোঝো না তো পয়সা রোজগার করতে কত মুরোদ লাগে । অন্যের পয়সায় খায় অবার শখ ষোলো আনা "
- রোজ রোজ রাজীবের এই অকথ্য ভাষা আর সহ্য হয়না লিপির । দাঁতে দাঁত চেপে মা বাবার কথা ভেবে লড়াই চালিয়ে যায় সে । কবে এক টুকরো মুক্তি আসবে এই বন্দী অসহায় জীবনে তা জানা নেই..
- "congrats লিপি বসাক আজ থেকে আপনি আমাদের স্কুলের একজন সক্রিয় কর্মী "...
এক নাম করা ইংরেজি মাধ্যম স্কুলের ইতিহাসের দিদিমণি হিসেবে যোগ দিয়েছে লিপি।
স্কুল থেকে ফেরার পথে বাস স্ট্যান্ডের কাছে রোজ এক পাখিওয়ালা কে দেখে লিপি.. খাঁচা বন্দি ময়না টিয়া বুলবুলি নানা রকম পাখি নিয়ে বিক্রির আশায় বসে থাকে..
একটা খাঁচা ভর্তি পাখি কেনে লিপি..
পাখি দের মুক্তির স্বাদ দেয়..উড়ে যায় তারা
লিপি গেয়ে ওঠে যা "পাখি উড়তে দিলাম তোকে......."
লিপি আজ জানে মুক্তির স্বাদ যে বড়ই মধুর...।
রচনাকাল : ২/৭/২০২০
© কিশলয় এবং লাজলী কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।