বিশ্বত্রাস করোনা.... পৃথিবী জেলখানা জানতে হবে, শিখতে হবে প্রশ্নোত্তরে। ...........(প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদ)..................
আনুমানিক পঠন সময় : ২১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৭২ টি দেশ ব্যাপী ২৮৬৪৫৭ জন পড়েছেন।
Lakshman Bhandary
বিশ্বত্রাস করোনা.... পৃথিবী জেলখানা
জানতে হবে, শিখতে হবে প্রশ্নোত্তরে।
...........(প্রথম পরিচ্ছেদ)..................
তথ্যসংগ্রহ ও কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

প্রশ্ন-১: করোনাভাইরাস কি? 

উত্তর-১: করোনাভাইরাস হচ্ছে একধরনের ভাইরাস যা মানুষ ও অন্য প্রাণীকে সংক্রমিত করে। সাধারণত, এটি মানুষের মধ্যে বিস্তার লাভ করে এবং এর ফলে সাধারণ সর্দিজ্বরের মত লক্ষণ যেমন কাশি, জ্বর ও সর্দি দেখা দেয়। ২০১২ সালে সৌদি আরবে প্রথম নিশ্চিত হওয়া মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম বা মার্স সৃষ্টিকারী ভাইরাসটির মত করোনাভাইরাস নিউমোনিয়া কিংবা অন্য জটিল লক্ষণের সৃষ্টি করতে পারে।

বিশ্বজুড়ে মহামারী সৃষ্টিকারী করোনাভাইরাসটি হচ্ছে এর একটি নতুন প্রজাতি। এই ভাইরাসে সংক্রমিত ব্যক্তির মধ্যে জ্বর, ক্লান্তিবোধ, কফ, শ্বাসকষ্ট, গলা ব্যাথা এবং মাথা ব্যাথার মত বিভিন্ন লক্ষণ দেখা দেয়। প্রায় ৮০ শতাংশ রোগী মৃদু লক্ষণ দেখা দেয়ার পর পুরোপুরি সুস্থ হয়ে উঠেন। ২০ শতাংশের কাছাকাছি রোগীর নিউমোনিয়া কিংবা বিভিন্ন অঙ্গ কাজ না করার মত গুরুতর অবস্থার সৃষ্টি হয়। লোকজন যাদের বয়স ৬০ বছরের বেশি, অথবা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, শ্বাসকষ্ট ও ক্যানসারের মত রোগ রয়েছে তাদের ক্ষেত্রে গুরুতর পরিস্থিতির সৃষ্টি হওয়া কিংবা মৃত্যুর সম্ভাবনা খুব বেশি। শিশুদের মধ্যে এই ভাইরাস সংক্রমণের খুব কম খবর পাওয়া গেছে এবং তাদের মধ্যে দেখা দেয়া লক্ষণগুলো তুলনামূলকভাবে মৃদু প্রকৃতির।


________________________________________

প্রশ্ন-২: আমরা কিভাবে সংক্রমিত হই এবং আমরা কিভাবে সংক্রমিত হওয়া প্রতিরোধ করতে পারি?

উত্তর-২: বিশেষজ্ঞরা ধারণা করছেন নতুন করোনাভাইরাস মৌসুমী ফ্লু বা সাধারণ সর্দিজ্বরের মতই সর্দি বা কাশির জলীয় অংশ অথবা ভাইরাস লেগে থাকা কোন স্থান স্পর্শ করার মাধ্যমে ছড়িয়ে থাকে। এর মানে হল সংক্রমিত ব্যক্তি যখন কাশি বা হাঁচি দেয় তখন যে জলীয় অংশ নির্গত হয় তার মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। একজন ব্যক্তি এই ভাইরাস লেগে থাকা দরজার হাতল বা ট্রেনের হাতল ধরার পর সেই হাত দিয়ে যদি তার নাক কিংবা মুখ স্পর্শ করে তাহলেও সে করোনাভাইরাসে সংক্রমিত হতে পারে। ধারণা করা হয় করোনাভাইরাস মৌসুমী ফ্লু’র মত একই মাত্রার সংক্রামক।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের মূল পদক্ষেপগুলো মৌসুমী ফ্লু মোকাবিলায় নেয়া পদক্ষেপগুলোর অনুরূপ। যেমন– হাত ধোয়া এবং কাশি দেয়ার শিষ্টাচার।

যখন কেউ হাত ধুবে, তখন তাকে সাবান ব্যবহার করতে হবে এবং কমপক্ষে ২০ সেকেন্ড ধরে বহমান পানি দিয়ে হাতের কব্জি পর্যন্ত প্রতিটি অংশ খুব ভালো করে ধুতে হবে। অথবা কেউ অ্যালকোহল ভিত্তিক স্যানিটাইজারও ব্যবহার করতে পারে। এই ভাইরাসের সংক্রমণের বিস্তার নিয়ন্ত্রণ করার একটি গুরুত্বপূর্ণ উপায় হল কাশি দেয়ার সময় শিষ্টাচার অনুসরণ করা। যখন কেউ কাশি দিবে তখন সে টিস্যু কাগজ বা জামার হাতা দিয়ে নাক ও মুখ ঢেকে রাখবে যাতে করে ভাইরাস থাকা জলীয় অংশ অন্য কারও উপর ছড়িয়ে না পরে। অন্যান্য কার্যকর পদক্ষেপের মধ্যে রয়েছে জনবহুল এলাকা এড়িয়ে চলা এবং বাসায় থাকার সময় বাতাস চলাচলের জন্য জানালাগুলো খুলে রাখা।

জাপানে প্রত্যেক রেল কোম্পানিকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা ট্রেনের যাত্রী ভর্তি কারের জানালাগুলো খোলা রাখবে কিনা। বিশেষজ্ঞরা বলছেন, ট্রেনের কারগুলো যাত্রীদের উঠানামার জন্য যখন বিভিন্ন স্টেশনে থামে তখন এর দরজাগুলো খুলে যাওয়ার ফলে সেখানে একটি নির্দিষ্ট মাত্রার বাতাস চলাচলের সৃষ্টি হয়।


________________________________________

প্রশ্ন-৩: গর্ভবতী নারীদের কোন কোন বিষয়ে সর্তক থাকা উচিৎ? 

উত্তর-৩: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রাক্কালে ধাত্রীবিদ্যা ও স্ত্রীরোগ বিজ্ঞানে সংক্রামক ব্যাধি বিষয়ক জাপান সোসাইটি গর্ভবতী মা এবং গর্ভধারণে ইচ্ছুক নারীদের জন্য পরামর্শ সম্বলিত দলিল প্রকাশ করেছে।

সোসাইটি বলছে এখন পর্যন্ত এমন কোন তথ্য পাওয়া যায়নি যে করোনাভাইরাসে আক্রান্ত হলে গর্ভবতী নারীদের মধ্যে জটিল লক্ষণ দেখা দেয়ার সম্ভাবনা বেশি কিংবা এই ভাইরাস ভুমিষ্ট না হওয়া শিশুর ক্ষেত্রে কোন সমস্যার সৃষ্টি করেছে।

তবে সোসাইটি সতর্ক করছে যে, সাধারণভাবে এই ভাইরাসের কারণে গর্ভবতী নারীদের নিউমোনিয়া হলে তারা গুরুতর অসুস্থ হয়ে পরতে পারেন।

সোসাইটি গর্ভবতী নারীদের বিশেষ করে বাইরে যাওয়ার পর এবং খাবার গ্রহণের আগে সাবান এবং বহমান পানি দিয়ে হাত পুরোপুরি ধুয়ে নিতে এবং অ্যালকোহল ভিত্তিক জীবাণুনাশক ব্যবহারের মত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে।

অন্য যেসব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দেয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে জ্বর ও কাশি থাকা ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলা, নিরাপত্তামূলক মাস্ক পরিধান করা এবং নিজের হাত দিয়ে নাক ও মুখ স্পর্শ না করা। নিহন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক সাতোশি হায়াকাওয়া এই দলিলটি প্রণয়ন করেছেন। তিনি বলছেন, গর্ভবতী নারীরা যে উদ্বেগ অনুভব করছেন তা তিনি বুঝতে পারছেন। তবে তিনি তাদেরকে বিশ্বাসযোগ্য ও নির্ভুল তথ্যের উপর ভিত্তি করে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন কারণ সংক্রামক রোগের প্রাদুর্ভাবের সময় সব ধরনের ভুল তথ্য ছড়িয়ে পরে।


________________________________________

প্রশ্ন-৪: আমরা কিভাবে আমাদের জামাকাপড় সংক্রমণমুক্ত করতে পারি? আমরা জানবো যে কাপড় ধোয়া হলে সেটা থেকে ভাইরাস দূর হয়ে যাবে নাকি কাপড় ধোয়ার সময় অ্যালকোহলের জীবাণুনাশক ব্যবহার করা উচিৎ হবে।

উত্তর-৪:  সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক জাপানি সোসাইটির এরিসা সুগাওয়ারা বলছেন কাপড়ে অ্যালকোহলের জীবাণুনাশক ব্যবহারের কোন প্রয়োজন নেই। তিনি এর ব্যাখ্যা করে বলেন যে স্বাভাবিক কাপড় ধোয়ার পদ্ধতিতেই বেশিরভাগ ভাইরাস কাপড় থেকে দূর হয়ে যায়। যদিও নতুন করোনাভাইরাসের ক্ষেত্রে একথা এখনও প্রমাণিত হয়নি।

কাশি বা হাঁচি দেয়ার সময় মুখ ঢাকার জন্য ব্যবহৃত রুমালের মত যেসব কাপড়ের মধ্যে এই ভাইরাসটি থাকতে পারার সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে বলে মনে হবে সেগুলো ১৫ থেকে ২০ মিনিট ফুটন্ত পানিতে ভিজিয়ে রাখার পরামর্শ দিয়েছেন সুগাওয়ারা।


________________________________________

প্রশ্ন-৫: একজন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর কি কি লক্ষণ দেখা দেয়?

উত্তর-৫:  বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞসহ বিশেষজ্ঞদের একটি যৌথ দল এ সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে। দলটি ফেব্রুয়ারির ২০ তারিখ পর্যন্ত চীনে নিশ্চিতভাবে আক্রান্ত ৫৫,৯২৪ ব্যক্তির লক্ষণ বিস্তারিত বিশ্লেষণ করেন।

রিপোর্টে বলা হয়েছে ৮৭.৯ শতাংশ রোগীর জ্বর ছিল, ৬৭.৭ শতাংশের কাশি দেখা গিয়েছিল, ৩৮.১ শতাংশ ক্লান্তিবোধের অভিযোগ করেছিলেন এবং ৩৩.৪ শতাংশের কফ ছিল। অন্যান্য লক্ষণের মধ্যে ছিল শ্বাসকষ্ট, গলা ব্যাথা এবং মাথা ব্যাথা। আক্রান্তদের মধ্যে গড়ে ৫ থেকে ৬ দিনের মধ্যে এসব লক্ষণ প্রকাশ পায়।

আক্রান্তদের প্রায় ৮০ শতাংশের মধ্যে তুলনামূলকভাবে মৃদু লক্ষণ দেখা গিয়েছিল। কিছু লোকের নিউমোনিয়া হয়নি। আক্রান্তদের মধ্যে ১৩.৮ শতাংশ গুরুতর অসুস্থ হন এবং শ্বাসকষ্টে ভুগেন।

৬০ বছর বা ততোর্ধ ব্যক্তি এবং যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টে ভুগছেন এবং যাদের ক্যান্সার রয়েছে তাদের মারাত্মক অথবা প্রাণনাশক লক্ষণ দেখা যায়। শিশুদের আক্রান্ত হবার বা গুরুতর অসুস্থ হবার তেমন কোন খবর পাওয়া যায়নি। আক্রান্তদের মধ্যে মাত্র ২.৪ শতাংশ ১৮ বছর বা তার চেয়ে কম বয়সী।

বিশ্ব স্বাস্থ্য এবং চিকিৎসার জাতীয় কেন্দ্রের ডাক্তার সাতোশি কুৎসুনা জাপানে ভাইরাসের পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়া রোগীদের চিকিৎসা করছেন। কাৎসুনা বলেন তিনি দেখেছেন রোগীদের সর্দি, গলা ব্যাথা এবং কাশি ছিল। তাদের সবার ক্লান্তিবোধ এবং প্রায় এক সপ্তাহ পর্যন্ত ৩৭ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি জ্বর ছিল।

ডাক্তার জানান কিছু লোকের ক্ষেত্রে এক সপ্তাহ পর উচ্চ তাপমাত্রা দেখা গিয়েছিল। তিনি বলেন এ লক্ষণগুলো মৌসুমি ফ্লু বা অন্যান্য ভাইরাসে সৃষ্ট রোগের চেয়ে দীর্ঘস্থায়ী ছিল।

এ তথ্যগুলো মার্চের ১৯ তারিখ পর্যন্ত নেয়া।


________________________________________

প্রশ্ন-৬: করোনাভাইরাসে আক্রান্ত হবার পর কাদের মধ্যে গুরুতর লক্ষণ দেখা দেয়?

উত্তর-৬:  বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং হৃদরোগসহ এমন রোগ রয়েছে যা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দুর্বল করে দেয় তাদের অনেকের ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।

এটা নিশ্চিত যে যাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল তাদের শুধুমাত্র নতুন করোনাভাইরাস নয় বরং মৌসুমী ইনফ্লুয়েঞ্জার মত সাধারণ সংক্রমণের থেকেও সাবধান হতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং হৃদরোগ রয়েছে, যারা বাতসহ অন্যান্য রোগের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করার ওষুধ গ্রহণ করছেন এবং বয়স্কদের এর অন্তর্ভুক্ত করেছে।

দীর্ঘদিন ধরে রোগে ভোগা রোগীদের সাথে তাদের লক্ষণের প্রকাশ কতটা মারাত্মকভাবে সম্পর্কিত গবেষকরা তা খুঁজে বের করেননি।

গর্ভবতী নারীরা করোনা ভাইরাসের উচ্চ ঝুঁকির তালিকায় রয়েছেন এমন কোন তথ্য পাওয়া যায়নি। তবে সাধারণভাবে বলা যায় তারা ভাইরাসে সংবেদনশীল এবং যদি তাদের নিউমোনিয়া দেখা দেয় তবে তা মারাত্মক আকার ধারণ করতে পারে।

ছোট শিশুদের ক্ষেত্রেও করোনাভাইরাসে কি ধরণের লক্ষণ দেখা দেয় তা সংক্রান্ত কোন তথ্য নেই। তবে বলা হচ্ছে যে তারা নিজেরা হাত ধোয়া বা ভীড় এড়িয়ে চলার মতো প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করতে পারে না বিধায় তাদের অভিভাবকদের প্রতি শিশুদের রক্ষা করতে যা করা সম্ভব তা করার আহবান জানানো হচ্ছে।


________________________________________

প্রশ্ন-৭:  করোনাভাইরাসে আক্রান্ত হলে শিশুদের মধ্যে কি মারাত্মক লক্ষণ দেখা দেয়?

উত্তর-৭:  নতুন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সময় শিশুদের মধ্যে মারাত্মক লক্ষণ দেখা দিয়েছিল এমন কোন তথ্য চীন থেকে পাওয়া যায়নি। 

চীনের রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্রের একটি গবেষক দল বিশ্লেষণ করেছেন যে ফেব্রুয়ারির ১১ তারিখ পর্যন্ত দেশটিতে আক্রান্ত ৪৪,৬৭২ জনের মধ্যে নয় বছর বা তার চেয়ে কম বয়সী কোন শিশু সংক্রমণে মারা যায়নি। রোগীদের মধ্যে কিশোর বয়সী মাত্র একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

উহান বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রতিষ্ঠানের একদল গবেষক জানিয়েছেন চীনের মূল ভূখন্ডে ফেব্রুয়ারির ৬ তারিখের মধ্যে এক মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের মধ্যে করোনাভাইরাসের পরীক্ষায় ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। তাদের কেউই গুরুতর অসুস্থ হয়নি।

শিশুদের সংক্রামক ব্যাধির একজন বিশেষজ্ঞ হলেন আইচি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ৎসুনেও মোরিশিমা। মোরিশিমা জানান কিছু ক্ষেত্রে করোনাভাইরাসের বজায় থাকা প্রজাতির সাথে নতুন ভাইরাসের মিল রয়েছে, যারা প্রায়ই সাধারণ সর্দি-জ্বরে আক্রান্ত হন তাদের এর প্রতিরোধক ক্ষমতা থাকতে পারে।

অধ্যাপক আরও জানান যে আমাদের সতর্ক থাকতে হবে কারণ সংক্রমণ দ্রুত স্কুল এবং শিশু দিবাযত্ন কেন্দ্রে ছড়িয়ে পড়তে পারে। তিনি বলেন শিশুরা যাতে নিয়মিত তাদের হাত পরিস্কার করে এবং তাদের থাকার কক্ষে যাতে যথেষ্ট বায়ু চলাচল করে তা অভিভাবকদের নিশ্চিত করতে হবে।

এ তথ্যগুলো মার্চের ২৪ তারিখ পর্যন্ত নেয়া।


________________________________________

প্রশ্ন-৮: আমাদের এবারের প্রশ্ন এসেছে ইন্দোনেশিয়ার শ্রোতা নুরদিয়ান শিয়াহ’র কাছ থেকে। তিনি প্রশ্ন করেছেন জাপান কি করোনাভাইরাসের চিকিৎসায় কোন কার্যকরী ওষুধ বের করতে পেরেছে?

উত্তর-৮: দু:খজনক হলেও সত্যি যে ইনফ্লুয়েঞ্জা চিকিৎসায় যেমন তামিফ্লু এবং জোফ্লুযা ব্যবহার করা হয় তেমন করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকরী কোন ওষুধ এখনো বের করা সম্ভব হয়নি। অন্যান্য দেশের মতো, জাপানের চিকিৎসকরাও লক্ষণের ওপর নজর রেখে চিকিৎসা চালাচ্ছেন। যেমন রোগীকে অক্সিজেন সাপোর্টে রাখা এবং পানিশূন্যতার জন্য শরীরে স্যালাইন  দেয়া।

যদিও ভাইরাসের বিরুদ্ধে কার্যকরী কোন ওষুধ এখনো আবিষ্কৃত হয়নি, তবে জাপান এবং বিশ্বজুড়ে ডাক্তারেরা এর চিকিৎসায় কাজ করতে পারে ভেবে বিদ্যমান ওষুধগুলো ব্যবহার করছেন।

এর একটি হচ্ছে ছয় বছর আগে জাপানের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির উদ্ভাবিত ফ্লু প্রতিরোধী ওষুধ এভিগান। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে করোনাভাইরাসের রোগীদের চিকিৎসায় এটি কার্যকর হয়েছে।

জাপানের বৈশ্বিক স্বাস্থ্য এবং চিকিৎসার জাতীয় কেন্দ্র জানিয়েছে তারা করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীর ক্ষেত্রে এইডস রোগের চিকিৎসায় ব্যবহৃত একটি এন্টিভাইরাল ওষুধ ব্যবহার করেছে। কেন্দ্রটির কর্মকর্তারা জানিয়েছেন রোগীর জ্বর নেমে গিয়েছিল এবং ক্লান্তিবোধ ও শ্বাসকষ্টের উন্নতি হয়েছিল। 

বিভিন্ন দেশে এই ভাইরাসের বিরুদ্ধে কার্যকরী চিকিৎসা বের করার চেষ্টা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্রের গবেষকরাসহ গবেষকদের একটি দল করোনাভাইরাসের কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়া এক ব্যক্তির ওপর ইবোলা চিকিৎসায় ব্যবহৃত একটি এন্টিভাইরাল ওষুধ প্রয়োগ করার কথা জানিয়েছেন। গবেষকরা বলেছেন ওষুধটি প্রয়োগ করার পর ঐ ব্যক্তির দেখা দেওয়া লক্ষণসমূহের উন্নতি হতে থাকে। তারা জানান তাকে আর অক্সিজেন দেবার প্রয়োজন হয়নি এবং তার জ্বর নেমে গিয়েছিল।

থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ফ্লু এবং এইডস্‌ রোগে ব্যবহৃত ওষুধ একত্রে ব্যবহারের ফলে এক রোগীর অবস্থার উন্নতি হয়েছিল এবং পরে তিনি করোনাভাইরাস মুক্ত হন।

তবে প্রতিক্ষেত্রেই বিশেষজ্ঞরা বলেছেন ওষুধগুলোর নিরাপত্তা এবং কার্যকারিতা পরীক্ষায় পুনরায় ক্লিনিক্যাল গবেষণার প্রয়োজন রয়েছে।

এ তথ্যগুলো মার্চের ২৫ তারিখ পর্যন্ত নেয়া।


________________________________________

প্রশ্ন-১০: কোন অবস্থায় আমরা বলতে পারি যে সংক্রমণের সমাপ্তি ঘটেছে?

উত্তর-১০: শিগেরু ওমি হলেন নতুন করোনাভাইরাস সংক্রান্ত সরকারি বিশেষজ্ঞ প্যানেলের ভাইস চেয়ার এবং জাপান কমিউনিটি স্বাস্থ্য সেবা সংস্থার প্রেসিডেন্ট। তিনি এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সংক্রামক রোগ মোকাবিলায় নেয়া পদক্ষেপের নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, সংক্রমণের সমাপ্তি ঘটার অর্থ হচ্ছে সংক্রমণ শৃংখল থেমে গেছে এবং আর কোন সংক্রমিত ব্যক্তি নেই।

স্বাস্থ্য কর্তৃপক্ষ সমাপ্তির ঘোষণা দিতে পারে যদি ডব্লিউএইচও’র নির্ধারিত মানের ভিত্তিতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কোন নতুন সংক্রমণ ঘটেনি বলে নিশ্চিত হওয়া যায়।

উদাহরণস্বরূপ, ২০০৩ সালে সার্স প্রধানত চীন ও এশিয়ার অন্যান্য অংশে বিস্তার লাভ করেছিল। ডব্লিউএইচও প্রথম সংক্রমণ নিশ্চিত হওয়ার আট মাস পরে এর সমাপ্তি ঘোষণা করেছিল।

অপরদিকে, লোকজনকে বাইরে বের হতে নিষেধ করার মত বিভিন্ন পদক্ষেপ নেয়ার মাধ্যমে কোন সুনির্দিষ্ট এলাকা বা দেশে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সংক্রমণের বিস্তার হয়তো নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়।

তবে, সেই এলাকার বাইরে থেকে ভাইরাস এসে আবারও সেখানে সংক্রমণের বিস্তার ঘটার সম্ভাবনা থাকে। যেমন- মৌসুমী ইনফ্লুয়েঞ্জা শীতকালে বিস্তার লাভ করে এবং সাময়িকভাবে কমে যায় কিন্তু এখন পর্যন্ত এর সমাপ্তি ঘটেনি।

সংক্রমণের বিস্তার ও জটিল আকারে রুপ নেয়া ঠেকাতে টিকা এবং ওষুধ কার্যকর ভূমিকা রাখে। তবে ওমি বলেন, টিকা ও ওষুধের সজলভ্যতা এবং সংক্রমণের সমাপ্তি ঘটবে কিনা – এ দুটো ভিন্ন বিষয়।
 
ওমি বলেন, স্বাস্থ্য কর্তৃপক্ষ সংক্রমণের পরিপূর্ণ সমাপ্তিকে লক্ষ্য ধরে সংক্রমণ রোধ করার প্রচেষ্টাকে এগিয়ে নিতে সচেষ্ট থাকবে।

এ তথ্যগুলো মার্চের ২৭ তারিখ পর্যন্ত নেয়া।


________________________________________

প্রশ্ন-১১: সাবান দিয়ে জীবাণুনাশ করলে কি সেটা অ্যালকোহল ব্যবহারের মতই কার্যকর হবে?

উত্তর-১১: টোকিও’র সেন্ট লুক’স আন্তর্জাতিক হাসপাতালের সাকামোতো ফুমিএ একজন সংক্রমণ নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ। তিনি বলেন, একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত সাবান কার্যকরী।

সাকামোতো বলেন, সাবানে সাধারণত সার্ফেক্টেন্ট থাকে যা করোনাভাইরাসের উপরিভাগে থাকা লিপিড স্তরকে ধ্বংস করতে পারে। তিনি বলেন, এর অর্থ হল একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত ভাইরাসকে ধ্বংস করা যায়।

সাকামোতো বলেন, অ্যালকোহলও কার্যকর, তবে আপনার হাত যদি নোংরা থাকে সেক্ষেত্রে অনেক সময় জীবাণুনাশকের জন্য সংক্রামকের ভেতরে যাওয়া কঠিন হয়ে পরে।

সাকামোতো লোকজনকে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার জন্য আহ্বান জানান।


________________________________________

প্রশ্ন-১৩: ২০০৩ সালের সার্স রোগের প্রাদুর্ভাবের সময় শোনা গিয়েছিল যে একটি ড্রেনের পাইপের ছিদ্র দিয়ে বের হয়ে আসা বর্জ্যপানির মাধ্যমে ভাইরাস ছড়ানোর ঘটনা ঘটেছিল। সার্স করোনাভাইরাসের সঙ্গে নতুন প্রজাতির এই করোনাভাইরাসের মিল থাকার কথা বলা হচ্ছে। তাহলে সেরকম কোন ঘটনা কি নতুন করোনাভাইরাসের মাধ্যমেও ঘটতে পারে?

উত্তর-১৩: নতুন এই ভাইরাস এবং সার্স ভাইরাস একই করোনাভাইরাস পরিবারভুক্ত। সার্স সৃষ্টিকারী করোনাভাইরাস শুধুমাত্র গলা ও ফুসফুসেই নয় বরং ইন্টেস্টাইনেও এর সংখ্যা বৃদ্ধি করে বলে জানা গেছে। ২০০৩ সালে বিশ্বের বিভিন্ন অংশে যখন সার্স ভাইরাস ছড়িয়ে পড়েছিল তখন হংকং-এর এক কন্ডোমিনিয়ামে গণসংক্রমণের খবর পাওয়া যায়। সন্দেহ করা হয় যে পুরাতন ড্রেনপাইপের ছিদ্র থেকে ভাইরাস থাকা জলীয় অংশ বেরিয়ে আসার কারণে সেই গণসংক্রমণের ঘটনা ঘটেছিল।

তোহোকু মেডিকেল ও ফার্মাসিউটিকাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাকু মিৎসুও, যিনি সংক্রমণ প্রতিরোধী পদক্ষেপের একজন বিশেষজ্ঞ, উল্লেখ করেন যে তুলনামূলকভাবে উচ্চ মাত্রার স্বাস্থ্যসম্মত অবস্থা থাকা দেশগুলোতে ড্রেনের পাইপের মাধ্যমে ভাইরাস ছড়ানোর ঝুঁকি কম। তবে তিনি বলেন, ভাইরাসের পক্ষে টয়লেটের উপরিতল ও আশেপাশের স্থানে লেগে থাকা সম্ভব এবং আপনি ভাইরাস লেগে থাকা স্থানে হাত দিয়ে স্পর্শ করার মাধ্যমে সংক্রমিত হতে পারেন। তিনি বলেন, লোকজনের উচিত হবে ফ্লাশ করার আগে টয়লেটের ঢাকনা বন্ধ করে নেয়া এবং টয়লেট ব্যবহার করার পরে হাত খুব ভালো করে ধুয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করা। তিনি বলেন, লোকজনকে পানির কল, বেসিন এবং দরজার নব ভালো করে জীবাণুমুক্ত করে নেয়ার মত বিভিন্ন দৈনন্দিন জীবনের স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে অবশ্যই কাজ করতে হবে।

এ তথ্যগুলো এপ্রিলের ১ তারিখ পর্যন্ত নেয়া।


________________________________________

প্রশ্ন-১৪: করোনাভাইরাসে সংক্রমিত হবার পর তরুণরা কি গুরুতর অসুস্থ হয়?

উত্তর-১৪: বিশেষজ্ঞরা সাধারণত বলেন যে বয়স্ক ব্যক্তিরা এবং যারা আগে থেকেই কোন রোগে আক্রান্ত তারা আক্রান্ত হলে তাদের শারীরিক অবস্থা গুরুতর হয়। তবে গতমাসে সংবাদমাধ্যমের খবরে জানা যায় ব্রিটেনে একজন ২১ বছর বয়সী তরুণী এবং ফ্রান্সের ১৬ বছর বয়সী এক কিশোরী আক্রান্ত হবার পর মারা যান, যাদের দু’জনেরই পূর্বে কোন গুরুতর শারীরিক অসুস্থতা ছিল না। সাম্প্রতিক সংক্রমণের ঘটনাগুলো থেকে দেখা যায় যে কিছু কম বয়সীরাও মারাত্মক অসুস্থ হতে পারেন।

জাপানেও তুলনামূলকভাবে তরুণ বয়সীদের গুরুতর অসুস্থ হতে দেখা গেছে। বিশ্ব স্বাস্থ্য এবং চিকিৎসার জাতীয় কেন্দ্রের সাতোশি কুৎসুনা জানান তিনি চিকিৎসা প্রদান করা ৩০ জনেরও বেশি রোগীর মধ্যে ৪০ এর কোঠার প্রথমার্ধে বয়সী একজনের পূর্বে কোন রোগ না থাকলেও গুরুতর লক্ষণ দেখা যায়।

কুৎসুনা বলেন ঐ ব্যক্তির প্রথম কয়েকদিন শুধুমাত্র জ্বর এবং কাশি থাকলেও এক সপ্তাহ পর তার মারাত্মক নিউমোনিয়া দেখা যায় এবং দ্রুত শ্বাস-প্রশ্বাস অবস্থার অবনতি হওয়ার কারণে রেসপিরেটরের প্রয়োজন হয়। তিনি জানান ঐ ব্যক্তি পরে আরোগ্য লাভ করেন।

কুৎসুনা বলেন যে তরুণদের এটা ভাবা উচিৎ নয় যে তারা সুস্থ থাকবেন কারণ তারাও মারাত্মকভাবে আক্রান্ত হতে পারেন।

৫০ এর নীচের বয়সী অনেককে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্রের প্রতিবেদনে জানা যায় ২০ থেকে ৪৪ বছর বয়সী আক্রান্তদের দুই থেকে চার শতাংশ নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছে।

এ তথ্যগুলো এপ্রিলের ২ তারিখ পর্যন্ত নেয়া।


________________________________________

প্রশ্ন-১৫: চীনের উহান শহর, ইতালি এবং ইউরোপের অন্যান্য দেশে কি করোনাভাইরাস পরিবর্তিত হচ্ছে?

উত্তর-১৫: মার্চ মাসের শুরুতে চীনের একটি গবেষক দল সারা বিশ্বের প্রায় ১০০’রও বেশি করোনাভাইরাসে আক্রান্ত রোগী থেকে নেয়া করোনাভাইরাসের জিন পরীক্ষা করে দেখেছেন। জিনের বৈশিষ্ট্যসূচক পার্থক্যের ওপর ভিত্তি করে দলটি এল-টাইপ এবং এস-টাইপ এই দু’ধরণের জিন পায়।

দলটি দেখতে পায় যে বাঁদুড়ের দেহ থেকে পাওয়া করোনাভাইরাসের জিনের সাথে এস-টাইপের যথেষ্ট মিল রয়েছে। এল-টাইপ ভাইরাস ব্যাপকভাবে পাওয়া গেছে ইউরোপীয় দেশগুলোর রোগীদের মধ্যে এবং ধারণা করা হচ্ছে যে তুলনামূলকভাবে এটি এস-টাইপ থেকে নতুন ধরণের।

ভাইরাসের বৈশিষ্ট্যসমূহ নিয়ে গবেষণা করা রিৎসুমেইকান বিশ্ববিদ্যালয়ের জীবতত্ত্ব বিভাগের অধ্যাপক ইতো মাসাহিরো জানান করোনাভাইরাস সহজে পরিবর্তিত হতে পারে এবং ধারণা করা হচ্ছে যে অনেক মানুষকে সংক্রমিত করার মধ্য দিয়ে এটি পরিবর্তিত হচ্ছে এবং ভাইরাসের বিস্তারের পুনরাবৃত্তি ঘটাচ্ছে।

এদিকে, আরো সহজে বিস্তারের জন্য ভাইরাসটির পরিবর্তনের সম্ভাবনার কথা উল্লেখ করে ইতো বলেন ভাইরাসটি এখনো এমন পর্যায়ে রয়েছে যেখানে বিবেচনায় নেওয়ার মতো জিনের পরিবর্তন ঘটায়নি। তিনি বলেন এমনকি যদিও এল-টাইপ এবং এস-টাইপ জিনের মধ্যে পার্থক্য রয়েছে তথাপি কোন ধরণটি বেশি মারাত্মক অবস্থার সৃষ্টি করে সে বিষয়ে এখনো তথ্যের ঘাটতি রয়েছে। ইতো বলেন যদিও দেশভেদে রোগের প্রবলতা এবং মৃত্যুর হার ভিন্ন তারপরেও ধারণা করা হচ্ছে যে যেকোন দেশের বয়স্ক জনগোষ্ঠীর অনুপাত, সংস্কৃতি এবং খাদ্যাভাসসহ জনগণ নিজেরাই এই ভিন্নতার সৃষ্টি করছে।

বিশ্বত্রাস করোনা.... পৃথিবী জেলখানা
জানতে হবে, শিখতে হবে প্রশ্নোত্তরে।
...........(দ্বিতীয় পরিচ্ছেদ)..................
তথ্যসংগ্রহ ও কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


প্রশ্ন-১৬: ফ্লু প্রতিরোধী ওষুধ এভিগান কতটা কার্যকরী?

উত্তর-১৬: ছয় বছর আগে জাপানের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধী ওষুধ এভিগানের উন্নয়ন ঘটায় যা ফাভিপিরাভির নামেও পরিচিত। ল্যাবরেটরিতে প্রানীর ওপর চালানো পরীক্ষায় ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাওয়ায় জাপান সরকার গর্ভবতী নারীসহ কিছু লোকের ক্ষেত্রে এর ব্যবহার অনুমোদন করেনি। এভিগান এখন শুধুমাত্র সরকার অনুমোদিত কিছু নতুন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর ক্ষেত্রে ব্যবহার করা হবে।

এখন পর্যন্ত নতুন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসায় কার্যকরীভাবে অন্য কোন ওষুধ কাজ করেনি তবে নতুন করোনাভাইরাসের বিরুদ্ধে এভিগান কার্যকরী হবে বলে আশা করা হচ্ছে, যা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতই সংখ্যা বৃদ্ধি করে। পৃথিবীর বিভিন্ন জায়গায় এই ওষুধের প্রভাব নিয়ে গবেষণা চালানো হচ্ছে।

চীন সরকার দুটি চিকিৎসা প্রতিষ্ঠানে চালানো ক্লিনিক্যাল গবেষণার ফলাফল ঘোষণা করেছে। এর একটিতে গুয়াংডং প্রদেশের শেনঝেন শহরের ৮০ ব্যক্তি অন্তর্ভুক্ত ছিল। যাদের এভিগান দেয়া হয়নি তাদের ভাইরাসের উপস্থিতি পরীক্ষায় ইতিবাচক থেকে নেতিবাচক হতে মধ্যবর্তী সময় ছিল ১১ দিন। অপরদিকে যাদের এ ওষুধ দেয়া হয়েছে তাদের মধ্যবর্তী সময় ছিল ৪ দিন। এক্স-রে করার পর দেখা যায় যেসব রোগীদের এভিগান দেয়া হয়নি তাদের ফুসফুসের অবস্থার ৬২ শতাংশ উন্নতি ঘটেছিল, অপরদিকে যাদের এভিগান দেয়া হয় তাদের ৯১ শতাংশের উন্নতি হয়।

চীন সরকার ঘোষণা করে যে নতুন করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় একটি ওষুধ হিসেবে এভিগানকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করতে এই ফলাফল উৎসাহিত করছে।

জাপানে মার্চ মাস থেকে আইচি জেলার ফুজিতা স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় হাসপাতালের মত প্রতিষ্ঠানগুলোতে মৃদু উপসর্গ দেখা দেয়া বা উপসর্গবিহীন আক্রান্ত ৮০ রোগীকে অন্তর্ভুক্ত করে ক্লিনিক্যাল গবেষণা চালানো হচ্ছে। গবেষকরা ভাইরাসের পরিমাণ কমাতে কতটা ওষুধ লাগবে তা তুলনা করে দেখছেন।

এভিগানের প্রস্তুতকারক জাপানের কোম্পানিটি ঘোষণা করেছে যে সরকারের অনুমোদন পেতে তারা ক্লিনিক্যাল পরীক্ষা শুরু করেছে। ওষুধটির কার্যকারীতা এবং নিরাপত্তা নিশ্চিত হলে কোম্পানিটি সরকারের কাছে অনুমোদনের আবেদন করার পরিকল্পনা করছে।

এ তথ্যগুলো এপ্রিলের ৬ তারিখ পর্যন্ত নেয়া।



________________________________________

প্রশ্ন-১৭: “জরুরি অবস্থার ঘোষণা জাপানের জনগণের জীবনে কি প্রভাব ফেলছে”? প্রশ্নটির উত্তরের প্রথম অংশ নিচে দেয়া হলো।

উত্তর-১৭: প্রথমত: বাইরে বের হওয়া;

একটি নির্দিষ্ট সময়ের জন্য অনাবশ্যক কাজে বের হওয়া থেকে বিরত থাকতে নির্দিষ্ট এলাকার লোকজনকে ঐ এলাকার মনোনীত গভর্নররা আহ্বান জানাতে পারবেন। হাসপাতালে যাওয়া, মুদি দোকানে কেনাকাটা এবং কর্মক্ষেত্রে গমন এর আওতার বাইরে থাকবে। এই অনুরোধ বাধ্যতামূলক নয়, তবে নাগরিকেরা সহযোগিতা করতে এবং সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে বাধ্য থাকবে।

এরপর স্কুল প্রসঙ্গ;

গভর্নরেরা স্কুল বন্ধ রাখতে আহ্বান জানাতে বা আদেশ করতে পারবেন। এটি গত মাসে কার্যকর হওয়া বিশেষ আইনের ওপর ভিত্তি করে। গভর্নরদের জেলার হাইস্কুলগুলো বন্ধ রাখার কর্তৃত্ব রয়েছে। তারা মিউনিসিপালিটির এক্তিয়ারভুক্ত বেসরকারি স্কুল এবং প্রাথমিক ও জুনিয়র হাইস্কুলগুলো বন্ধ রাখার জন্য বলতে পারবেন। স্কুলগুলো না মানলে তারা তা করতে আদেশ দিতে পারবেন তবে এর জন্য কোন শাস্তি হবে না।

বিভিন্ন স্থাপনা এবং দোকানের ক্ষেত্রে;

আইনটি ভাইরাসের বিস্তার রোধ করতে স্থাপনাসমূহের ব্যবহার কমাতে গভর্নরদের অনুরোধ জানানোর অধিকার দিয়েছে। তারা ১,০০০ বর্গমিটার বা তার চেয়ে বেশি আয়তনের যেসব বড় স্থাপনা রয়েছে তাদের কার্যক্রম সীমিত বা বন্ধ করতেও বলতে পারবেন। এর থেকে ছোট আয়তনের স্থাপনার ক্ষেত্রেও প্রয়োজন হলে একই ধরণের আদেশ দিতে পারবেন। এর আওতায় আসা স্থাপনাগুলোর তালিকায় রয়েছে: থিয়েটার এবং সিনেমা হল, বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের ভেন্যু, ডিপার্টমেন্ট স্টোর, সুপারমার্কেট, হোটেল ও সরাইখানা, জিম ও সুইমিং পুল, জাদুঘর, লাইব্রেরি, নৈশক্লাব, ড্রাইভিং স্কুল এবং কোচিং সেন্টার।

সুপারমার্কেটগুলো খাবার, ওষুধ এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট পণ্যের মত নিত্যপ্রয়োজনীয় জিনিসের শাখাগুলোর কার্যক্রম পরিচালনা করার জন্য অনুমোদিত। যখন কিছু স্থাপনা এই অনুরোধ মানবে না গভর্নররা তা করার আদেশ দিতে পারবেন।

তারা এ আদেশ দেয়া স্থাপনা সমূহের নাম প্রকাশ করতে পারবেন।

বিভিন্ন অনুষ্ঠান এবং মেলা প্রসঙ্গে;

নতুন আইনের আওতায়, গভর্নররা অনুষ্ঠানের আয়োজকদের অনুষ্ঠান না আয়োজন করার জন্য বলতে পারবেন। যদি কোন আয়োজক তা না মানেন তবে তারা আদেশ দিয়ে তা বন্ধ করতে পারবেন। গভর্নররা আদেশ দেয়া আয়োজকদের নাম জেলার ওয়েবসাইট অথবা অন্য গণমাধ্যমে প্রকাশ করতে পারবেন।

এবং প্রয়োজনীয় ইউটিলিটি বা সেবা সম্বন্ধীয়;

প্রয়োজনীয় ইউটিলিটির ক্ষেত্রে জরুরি অবস্থার ঘোষণা কোন প্রভাব ফেলবে না। বিদ্যুৎ, গ্যাস এবং পানির সেবাদাতাদের সার্বক্ষণিক সরবরাহ নিশ্চিত করতে পদক্ষেপের বাস্তবায়ন করতে আহ্বান জানানো হয়েছে।

পরিবহন, টেলিফোন, ইন্টারনেট এবং ডাক সেবা পরিচালনাকারীদের কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। আইনটি গণপরিবহনের চলাচল সীমিত রাখতে বলতে পারবে না। প্রধানমন্ত্রী এবং গভর্নররা ন্যুনতম প্রয়োজন মেটাতে পরিবহন ব্যবস্থা সচল রাখতে পদক্ষেপ নিতে পারবে।

এ তথ্যগুলো এপ্রিলের ৭ তারিখ পর্যন্ত নেয়া।

জরুরি অবস্থা ঘোষণার মধ্যে জীবন কেমন চলছে তা নিয়ে আমরা পরবর্তীতে আরো প্রশ্নের উত্তর দিব।



________________________________________

প্রশ্ন-১৮: “জরুরি অবস্থার ঘোষণা জাপানের জনগণের জীবনে কি প্রভাব ফেলছে?” প্রশ্নের উত্তরের দ্বিতীয় অংশ আমরা এখানে তুলে ধরছি।

উত্তর-১৮: ফেসমাস্ক প্রসঙ্গ;

জাপানে ফেসমাস্ক পাওয়া ক্রমেই দুঃসাধ্য হয়ে পড়ছে। করোনাভাইরাস সংক্রান্ত বিশেষ-পদক্ষেপ আইনের ওপর ভিত্তি করে গভর্নর স্থানীয় সরকারের কাছে মাস্ক এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্য বিক্রির অনুরোধ করতে পারেন। যদি এ অনুরোধ প্রত্যাখ্যান করে এ কাজ চালাতে সহযোগিতা না করে তবে গভর্নর এ ধরণের পণ্য বাজেয়াপ্ত করতে পারেন।

বৈশ্বিক তেল সংকটে সাড়া দিয়ে জনগণের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে জারি করা বিশেষ আইন,১৯৭৩ এর জরুরি পদক্ষেপের ওপর ভিত্তি করে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে হোক্কাইদো’র জনগণ এবং চিকিৎসা প্রতিষ্ঠান গুলোতে মাস্ক কিনে পাঠিয়ে দিয়েছে।

জরুরি অবস্থার ঘোষণা গভর্নরদের কিছু আইনগত বলবৎ পদক্ষেপও নেয়ার অধিকার দিয়েছে। সাময়িক চিকিৎসা স্থাপনা তৈরির জন্য গভর্নর জমি বা ভবনের মালিকের অনুমতি ব্যতিরেকে তা গ্রহণ করতে পারবেন। তারা ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহকে ওষুধ সরবরাহ, খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য মজুত করতে আদেশ দিতে পারেন। যদি ব্যবসা প্রতিষ্ঠানসমূহ আদেশ না মানে এবং গোপন করে অথবা পণ্য বাতিল করে তবে উদাহরণস্বরূপ তাদের ছয় মাস পর্যন্ত জেল অথবা ৩ লক্ষ ইয়েন বা প্রায় ২,৮০০ ডলার পর্যন্ত জরিমানা দেয়া হতে পারে। শুধুমাত্র এই দু’টো পদক্ষেপের ক্ষেত্রেই জরিমানার বিধান রয়েছে।

জাপানের জরুরি অবস্থার ঘোষণায় কিছু জোরপূর্বক বলবৎ করা যাবে এমন পদক্ষেপ রয়েছে এবং বিদেশে জারি করা লকডাউনের মত এটি নয়। তবে এ ঘোষণা জনগণ এবং ব্যবসা প্রতিষ্ঠানকে ভাইরাসের বিস্তার রোধে প্রচেষ্টা চালাতে সহায়তা করার আশা করে।

জরুরি অবস্থা কিভাবে চিকিৎসা সেবাকে প্রভাবিত করছে?

বন্ধের জন্য গভর্নর অনুরোধ জানাতে পারে এমন স্থাপনার আওতায় চিকিৎসা প্রতিষ্ঠানগুলো অন্তর্ভুক্ত নয়। তাই সেগুলো খোলা রয়েছে। উপরন্তু চিকিৎসা স্থাপনায় যাওয়া আবশ্যকীয় বাইরে যাওয়া হিসেবে বিবেচিত, এমনকি বাড়িতে থাকার অনুরোধের মধ্যেও এটি সীমাবদ্ধ নয়। তবে ভাইরাসের প্রাদুর্ভাবের সর্বোচ্চ সময় স্থানীয় সরকার আক্রান্তদের প্রধানত করোনাভাইরাসের রোগীদের গ্রহণ করে এমন স্থাপনাতে যেতে এবং অন্যান্য রোগীদের ভিন্ন স্থাপনায় যাওয়ার মত পদক্ষেপ নিতে পারবে। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনকে সহজ করতে অনলাইনে ডাক্তারের সাথে পরামর্শ করার সুবিধার পরিকল্পনাও করছে। বর্তমানে ডাক্তারের সাথে একবার সশরীরে সাক্ষাতের পর অনলাইন পরামর্শ করা যাচ্ছে। তবে মন্ত্রণালয় শুরু থেকেই চিকিৎসা অনলাইনে করার অনুমতি দিবে।

নার্সিং সেবা কিভাবে প্রভাবিত হচ্ছে?

জরুরি অবস্থা ঘোষণার মধ্যে জেলার গভর্নররা দিবাযত্ন কেন্দ্র এবং স্বল্প সময় সেবা দেয়া নার্সিং সেবা স্থাপনাগুলোকে বন্ধ করে দিতে এবং কার্যক্রম সীমিত করতে অনুরোধ জানাতে পারবে। যেসব স্থাপনা বন্ধ করে দেয়া হয়েছে তারা তাদের সেবাপ্রদানকারীকে সুবিধা গ্রহণকারীর বাড়িতে যেয়ে সেবা প্রদানের মত বিকল্প পন্থায় প্রয়োজনীয় সেবা প্রদান চালিয়ে যেতে বলতে পারবে। গভর্নররা আবাসিক সেবা স্থাপনাসমূহ এবং বাড়িতে সেবা প্রদান বন্ধ করতে বলতে পারবেন না। এসব সেবা প্রদানকারীকে সুরক্ষামূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তাদের সেবা চালিয়ে যেতে আহ্বান জানানো হয়েছে।

শিশু দিবাযত্ন কেন্দ্রের ক্ষেত্রে কি হবে?

ভাইরাসের বিস্তার রোধ করতে যদি প্রয়োজন হয় গভর্নর শিশু দিবাযত্ন কেন্দ্রের ব্যবহার সীমিত করতে পারেন, সম্ভব হলে এ ধরণের স্থাপনা সাময়িকভাবে বন্ধ করে দিতে পারেন।

এমনকি গভর্নরের অনুরোধ ছাড়াও মনোনীত এলাকার প্রত্যেক মিউনিসিপালিটি তাদের গ্রহণ করা শিশুদের সংখ্যা হ্রাস করার প্রয়োজনীয়তাও বিবেচনা করতে পারে। অভিভাবকরা যারা বাড়িতে থেকে কাজ করতে পারছেন বা ছুটি নিয়েছেন তাদেরকে দিবাযত্ন কেন্দ্র ব্যবহার থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হবে।

যদি কোন শিশু বা সেবা প্রদানকারী আক্রান্ত হন অথবা সংশ্লিষ্ট এলাকায় যদি সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় তবে মিউনিসিপালিটির সাময়িকভাবে স্থাপনাটি বন্ধ করে দেবার সুযোগ রয়েছে। অপরদিকে, মিউনিসিপালিটি চিকিৎসাকর্মী এবং অন্যান্য লোকজন যারা সমাজ সচল রাখতে অপরিহার্য পাশাপাশি একা থাকা অভিভাবক যারা কাজ থেকে ছুটি পাননি তাদের শিশুদের সেবা দেয়ার জন্য অন্য উপায় বিবেচনা করছে।

এরপর শ্রম মান পরিদর্শন দপ্তর এবং চাকরি নির্ণয় কেন্দ্র;

নীতিগতভাবে, চাকরি সম্পর্কিত বিষয়সমূহের সাথে সংশ্লিষ্ট স্থাপনাগুলো স্বাভাবিক সময়ের মত খোলা থাকবে। অপরদিকে প্রত্যেক এলাকার সংক্রমণের পরিস্থিতির ওপর নির্ভর করে চাকরি নির্ণয় কেন্দ্রগুলো তাদের কার্যক্রম সীমিত করতে পারে।

গণপরিবহন সেবার ক্ষেত্রে কি হবে?

প্রধানমন্ত্রী আবে শিনযো জরুরি অবস্থা ঘোষণার আগে ৭ই এপ্রিল পরিবহনমন্ত্রী কাযুইয়োশি আকাবা সাংবাদিকদের বলেন যে এমনকি যদি জরুরি অবস্থা ঘোষণা করাও হয় তারপরেও গণপরিবহন এবং প্রয়োজনীয় সেবাসমূহ সচল রাখা প্রয়োজন হবে।

এ তথ্যগুলো এপ্রিলের ৮ তারিখ পর্যন্ত নেয়া।

জরুরি অবস্থা ঘোষণার মধ্যে জীবন কেমন চলছে তা নিয়ে আমরা পরবর্তীতে আরো প্রশ্নের উত্তর দিব।





________________________________________

প্রশ্ন-১৯: কিভাবে জাপান সরকারের কাছ থেকে ১ লক্ষ ইয়েন নগদ সহায়তা পাওয়া যাবে?


উত্তর-১৯: করোনাভাইরাস প্রাদুর্ভাবের অর্থনৈতিক প্রভাব মোকাবিলার অংশ হিসেবে জাপান সরকার দেশের সব অধিবাসীকে ১ লক্ষ ইয়েন বা ৯০০ মার্কিন ডলারের বেশি নগদ সহায়তা দেয়ার পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেছে।

জাতীয়তা নির্বিশেষে জাপানের মৌলিক অধিবাসী নিবন্ধনে তালিকাভুক্ত প্রতিটি ব্যক্তির কাছে এই নগদ অর্থ পৌঁছে যাবে।

অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী তাকাইচি সানায়ে ২০শে এপ্রিল এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচীর বিস্তারিত প্রকাশ করেন।

তাকাইচি বলেন, দ্রুত এই নগদ সহায়তা প্রদান করা হবে। সংক্রমণ প্রতিরোধ এবং পৌরসভার কার্যালয়ে কর্মীদের দাপ্তরিক কাজ কমিয়ে আনতে আবেদন ও অর্থ প্রদান প্রক্রিয়া মানুষের সংস্পর্শ ছাড়াই করা হবে।

এপ্রিল মাসের ২৭ তারিখ পর্যন্ত সময়ে জাপানের মৌলিক অধিবাসী নিবন্ধনে অন্তর্ভুক্ত থাকা প্রতিটি ব্যক্তি এই সহায়তা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। এর অর্থ হল, জাপানি অধিবাসীদের পাশাপাশি অধিবাসী হিসেবে নিবন্ধিত এবং তিন মাসের বেশি সময়ের জন্য জাপানের ভিসা থাকা বিদেশিরাও এই কর্মসূচীর আওতাভুক্ত হবেন।

পৌরসভাগুলো প্রতিটি পরিবারের প্রধানের কাছে আবেদনপত্র প্রেরণ করবে। আবেদনকারীকে তাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, পরিচয়পত্র এবং ব্যাংক হিসাবের তথ্যের অনুলিপি প্রদান করতে হবে। এরপর এই অর্থ ঐ অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে।

এছাড়া, লোকজন ‘মাই নাম্বার কার্ড’ নামে পরিচিত ব্যক্তিগত শনাক্তকরণ ব্যবস্থা ব্যবহার করে অনলাইনেও আবেদন করতে পারবেন।

প্রতিটি পৌরসভা কবে থেকে আবেদনপত্র গ্রহণ করা শুরু করবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে। তিন মাস সময় ধরে এই আবেদনপত্র গ্রহণ করা হবে।

পৌরসভাগুলো কবে থেকে নগদ অর্থ প্রদান করা শুরু করবে সেবিষয়েও সিদ্ধান্ত নিতে পারবে। অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় বলছে, কিছু কিছু পৌরসভা দ্রুত হলে হয়তো মে মাস থেকেই এই কার্যক্রম শুরু করতে পারে।

কোন ব্যক্তি যদি এই অর্থ সহায়তা নিতে না চান তবে তাকে আবেদনপত্রে বিষয়টি সুনির্দিষ্ট করতে হবে। অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, তার নিজের জন্য আবেদন করার কোন ইচ্ছা তার নেই।

এ তথ্যগুলো এপ্রিলের ২২ তারিখ পর্যন্ত নেয়া।



________________________________________

প্রশ্ন-২০: স্যানিটাইজারের পরিবর্তে কি শক্তিশালী অ্যালকোহল ব্যবহার করা যাবে?

উত্তর-২০: করোনাভাইরাস মহামারীর দরুন সরবরাহে স্বল্পতা মেটাতে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় শক্তিশালী অ্যালকোহল পানীয়কে স্যানিটাইজারের পরিবর্তে ব্যবহারের অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অ্যালকোহল ভিত্তিক স্যানিটাইজার সংগ্রহে চিকিৎসা প্রতিষ্ঠান এবং কেয়ার হোমগুলো হিমশিম খাওয়ার প্রেক্ষাপটে তাদের আহ্বানে এ সিদ্ধান্ত এলো।

এপ্রিল মাসে মন্ত্রণালয় জানায় এসব প্রতিষ্ঠান যদি যথাযথ স্যানিটাইজার না পায় তবে তারা বেভারেজ কোম্পানিগুলোর উৎপাদিত উচ্চ অ্যালকোহল সমৃদ্ধ পানীয় ব্যবহার করতে পারে। ৭০ থেকে ৮৩ শতাংশ অ্যালকোহল সমৃদ্ধ পানীয় ব্যবহার করা যেতে পারে। এই তালিকায় কিছু ভোদকা নামের অ্যালকোহলও পড়ে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা নির্দেশ করেছেন যে উচ্চ অ্যালকোহল সমৃদ্ধ পানীয় যেগুলো নিম্ন স্যানিটাইজার সম্পন্ন সেগুলো ব্যবহারের সময় মিশিয়ে নেয়া উচিত।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জোর দিয়ে বলেন যে প্রধানত চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর স্যানিটাইজারের স্বল্পতায় একটি ব্যতিক্রম পদক্ষেপ হতে পারে এটি। তারা সংক্রমণের বিস্তার রোধে জনগণকে বাড়িতে সতর্কতার সাথে হাত ধোয়া অব্যাহত রাখার আহ্বান জানান।

এ তথ্যগুলো এপ্রিলের ২৭ তারিখ পর্যন্ত নেয়া।

রচনাকাল : ৩০/৬/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 4  France : 4  Germany : 1  India : 77  Ireland : 10  Romania : 1  Russian Federat : 16  Saudi Arabia : 3  Sweden : 11  
Ukraine : 6  United Kingdom : 2  United States : 75  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 4  France : 4  Germany : 1  
India : 77  Ireland : 10  Romania : 1  Russian Federat : 16  
Saudi Arabia : 3  Sweden : 11  Ukraine : 6  United Kingdom : 2  
United States : 75  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বিশ্বত্রাস করোনা.... পৃথিবী জেলখানা জানতে হবে, শিখতে হবে প্রশ্নোত্তরে। ...........(প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদ).................. by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৬২৫৯৮৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী