রোগ জমেছে শরীরের নয় মনের ভেতর, করোনা জীবাণুর এসেছে এই প্রথম অন্তর রোগী হচছে অনেক ভাঙচুর হল মনের বল, তাই ডাক্তার আর রোগীর মধ্যেই হচছে স্বর্নিভর! মারণ রোগ চেনা বড়োই হল অবিশ্বাস্য, গ্রামে, শহরে ছড়িয়ে দিয়ে রোগীর হচছে নাভিশ্বাস, গলায় স্টেথো নিয়ে ছুটে চলে ঐ চিকিৎসক ! সারাদিন ঘুরে ঘুরে রোগীর রোগ করছে নিরাময়, পয়লা জুলাই আসছে তাদের শুভ লক্ষন, এস এম,এসে শুভেচ্ছা জানাও পরের পর, ভরসা রেখেছে তোমার জীবন তার নাম চিকিৎসক !রচনাকাল : ২৯/৬/২০২০
অনাদি মুখার্জি ১৬ই জানুয়ারি পুরুলিয়া জেলার মুনসেফডাঙ্গায় জন্মগ্রহণ করেন। ছোট থেকে গল্প লেখা ও কবিতা লেখার শখ আছে তার। বিভিন্ন পত্রিকায় তিনি গল্প লেখেন। এছাড়াও ইচ্ছেপূরণ নামে এক সমাজ সেবামূলক সংস্থার সাথে তিনি যুক্ত এবং তার সাথে সাথে মেডিকেল প্রাকটিসও করেন।