নররূপে নারায়ণ দাও প্রভু দরশন
আমার প্রাণের ঠাকুর (সপ্তম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
নররূপী নারায়ণ তুমি
কলিযুগে ভগবান,
যুগে যুগে এসেছো তুমি
অভয় করিতে দান।
পাপী তাপী উদ্ধারিতে
এলে প্রভু ধরাধামে,
সত্দীক্ষা দিলে সবাকারে
তব পবিত্র সতনামে।
তুমি প্রভু নর-নারায়ণ
দাও প্রভু দরশন,
অগতির গতি, সৃষ্টি স্থিতি
তুমি পতিতপাবন।
তব নাম নিয়ে ধন্য আমি
গাহি তব জয়গান,
আমার ঠাকুর সবার দেবতা
করে সবার কল্যাণ।
প্রণাম আমার নিও প্রভু
প্রণাম আমার নিও,
অন্তিমেতে তব শ্রীচরণে
একটুকু ঠাঁই দিও।
রচনাকাল : ২৯/৬/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।