নররূপে নারায়ণ দাও প্রভু দরশন
আমার প্রাণের ঠাকুর (ষষ্ঠ পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
তুমি প্রভু নারায়ণ হে জীবন স্বামী!
প্রাণের ঠাকুর তুমি তাই প্রণমামি।
নররূপে নারায়ণ তুমি ঘনশ্যাম,
সত্যের শ্রীহরি তুমি ত্রেতাযুগে রাম।
মানুষে আপন করি শেখালে মানবে,
অর্থকে করিতে পর শিখেছে কে কবে?
মানুষ আপন তব টাকা হল পর,
টাকা নয় যত পারিস মানুষ ধর।
ধর্ম অর্থ কাম মোক্ষ পাবে অনিবার,
নাম জপ নাম ভজ নাম কর সার।
নাম ছাড়া গতি নাই বল রাধানাম,
সুখ শান্তি ভালবাসা পাবে অবিরাম।
কলির ঠাকুর তুমি অকূলের কূল,
জীবনের প্রতিকূলে হও অনুকূল।
রচনাকাল : ২৯/৬/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।