সূর্যগ্রহণ কবিতা
ধর্মীয় ও বিবিধ কবিতা
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
আজিকে সূর্যগ্রহণ জানেন সবাই,
গ্রহণ বৃত্তান্ত কথা লিখি কবিতায়।
গ্রহণ সময় কালে শুন সর্বজন,
অন্নজল কিছু নাহি করিহ ভক্ষণ।
যতনে তুলসী পাতা করিয়া সঞ্চয়,
পাকগৃহে দ্রব্যপরে রাখিবে নিশ্চয়।
ঠাকুর পূজন আদি বিহিত বিধান,
স্নান করি নৈবেদ্যাদি করিবে প্রদান।
গ্রহণ সমাপ্তে পুনঃ কর সবে স্নান,
সাধ্যমত ভিক্ষারীকে অর্থ কর দান।
এইদিনে দান দিলে পাবে পূণ্যফল,
দিনে দিনে হবে তব সবার মঙ্গল।
সূর্যের গ্রহণ কাব্য লিখিল লক্ষ্মণ,
পাঠ করে যেইজন সুখী সেইজন।
রচনাকাল : ২৮/৬/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।