দারিদ্র বৃশ্চিক যারে করেছে দংশন
শত দুক্ষে প্রপীড়িত যাহার জীবন|
পদে পদে বিড়ম্বিত সেই আর্তদীন
মনে ভাবে এ জীবন শুধু অর্থহীন|
সেও কিন্তু জীবনের অর্থ খুঁজে পায়
ভুলে যায় সব গ্লানি প্রীতির ছায়ায়|
দেখে যবে শিশুদের সহাস্যবদন,
কুসুম কাননে শোনে ওলির গুঞ্জন,
তখন ভাবে মধুময় মানব জীবন
প্রেম প্রীতি ভালোবাসার মধুবৃন্দাবন|
সেই আবার ভাবে মনে এ জীবন পান্থশালা
সকলেই পথিক মাত্র কাজ পথ চলা|
ক্ষনিকের পরিচয় এক সাথে থাকা,
শ্মশানের ধূর্মজালে সব দেখে ফাঁকা|
ধন,জন যৌবনের মত্ত অহংকার,
দারিদ্র জঠর জ্বালা বিড়াম্বনা ভার,
জীবন যবনিকা প্রান্তে সকলেই সমান
সুখ,দুঃখ,হাসি,কান্না মান অপমান,
তাই মনে প্রশ্ন জাগে , জাগে বিস্ময়
এ জীবন শুধুই কি ভাবে ভাবময়|
ভাবনাগুলি জীবন হতে যদি খসে যায়
জড়জীব,সুখ দুঃখের ভেদ ঘুচে যায়|
রচনাকাল : ২৭/৬/২০২০
© কিশলয় এবং তথাগত চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।