বিরহিনী রাধা দেবমাল্য মুখোপাধ্যায় বিরহিনী রাধা শ্যামের অপেক্ষায়। সখীদের সঙ্গে কানন পানে যায়।। রাধার এই বিরহে প্রকৃতি কাঁদে। মত্ত বিহঙ্গ আকাশ পানে চেয়ে থাকে।। রাধা বসে থাকে তার শ্যামের আশায়। দূর থেকে মৃদু বাঁশি শোনা যায়।। বাঁশির স্বরে রাধার মন হয় আকুল। ছুটে চলে রাধা পদতলে মাড়িয়ে তৃনমূল।। রাধার পদস্পর্শে ভূমিতে আসে প্রাণ। রাধা আর কৃষ্ণ একই দেহ, একই প্রাণ।।রচনাকাল : ২৬/৬/২০২০