~ পয়লা মে ~
রূপক ঘোষ
গ্রীনপার্ক
পয়লা মে পালছি মোরা,
মে দিবসের নাম করে।
কেউ বা মানে পয়লা মে,
শ্রমিক দিবস নাম ধরে।।
যে যা নামেই ডাকছে ডাকুক,
নামেতে কি যায় আসে।
পয়লা মে সেই মহান দিবস,
অধিকারের নাগপাশে।।
আমরা স্মরি লাখো শ্রমিকের,
পথ চলা ওই মিছিলের।
পতাকা তলে দাঁড়িয়ে যারা,
ডাক দিয়েছিল সংগ্রামের।।
শ্রমিক ভাইয়ের আত্মত্যাগ,
হয় নি ব্যর্থ তাই তো আজ।
শোষণ থেকে মুক্তি পেতে,
ওই তো আওয়াজ উঠছে আজ।।
পয়লা মে নয় যে শুধু,
নিছক একটা ছুটির দিন।
জড়িয়ে আছে অনেক স্মৃতি,
লড়াই ছিল আপোষহীন ।।
১৮ই বৈশাখ, ১৪২৭
রচনাকাল : ২৬/৬/২০২০
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।