রথযাত্রার মেলা
- লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ের মাঠে বসেছে আজ
রথযাত্রার মেলা,
ম্যাজিক শো, পুতুল নাচ ও
সার্কাসের খেলা।
ছোট বড় দোকান কত
বসেছে সারি সারি,
হরেক মাল পাঁচ সিকে,
ডাকছে গলা ছাড়ি।
তেলেভাজা, ফুলুরি আর,
সন্দেশের দোকান,
মাইকের বিকট চিৎকারে
ঝালাপালা কান।
পাঁচ আনায় কেনা পুতুল,
তিন আনায় বাঁশি,
তার চাইতেও বেশি দামী
শিশুর মুখের হাসি।
হাসির চেয়েও কান্না দামী
আজকে রথের মেলায়,
মেলায় গিয়ে খেলনা কেনার
পয়সা যাদের নাই।
দাওয়ায় বসে কাঁদছে খুকি,
আজকে সারাবেলা।
রাগ করেছে, যাবে না আর
আজকে রথের মেলা।
রচনাকাল : ২৩/৬/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।