নররূপে নারায়ণ দাও প্রভু দরশন
আমার প্রাণের ঠাকুর (দ্বিতীয় পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
নররূপে নারায়ণ তুমি ভগবান,
দাও প্রভু দরশন সর্ব শক্তিমান।
তুমি রাম তুমি কৃষ্ণ অগতির গতি,
পরম কারণ তুমি তুমি সৃষ্টি স্থিতি।
মানুষ আপন তব টাকা হল পর,
অপার মহিমা হেরি বিশ্বচরাচর।
দীক্ষা নিয়ে শুরু হল আমার জীবন,
প্রাণের ঠাকুর মম দাও দরশন।
অকূলের কূল তুমি তাই অনুকূল,
জীবনের প্রতিকূলে ভাঙে সব ভুল।
তুমি প্রভু দয়াময় দয়াল ঠাকুর,
দাও প্রভু দরশন দুঃখ কর দূর।
ভক্তবাঞ্ছা পূর্ণকারী, তুমি ভগবান,
লহ প্রভু হে দয়াল! আমার প্রণাম।
রচনাকাল : ১৯/৬/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।