কঠিন আবরনীতে মোড়া থাকে আমার মন পিয়নের ডাক বাক্সের অজস্র নীল খাম।
খামের চিঠি গুলোতে লেখা আছে অজস্র হৃদয় বিদারক প্রেমের নিদারুন আর্তনাদের কাহিনী।
আর লেখা আছে তোমার মনসীমান্তের মাঝে তাকিয়ে থাকা অবাক চাউনীর গোপন জবানবন্দী।
কালো রজনীতে ঘিরে আছে কালস্রোতের তীব্র বাতাস যা সুসময় পাওয়ার আবেদনে প্রতিমুহূর্তে শুধু হারিয়ে যাওয়ার ভয়ে দ্বিধাগ্রস্হ।
স্মৃতির উপন্যাসে তীব্র ধ্বনিতে মিলন বাসর সাজায় ভালবাসার বিলম্বিত লয়।
কাব্যের কবিতার পাতায় ভরে যায় আত্মউন্মাদনাময় মিথ্যে প্রতিশ্রুতির অবাঞ্ছিত ধূলো ময়লা।
স্মৃতিরা তাই হাতড়ে বেড়ায় অদৃষ্ট আষ্টে পিষ্টে জড়ানো নির্মমতার ললাট লিখন।
বৈচিত্রের বাহানায় ভালবাসার ঠাঁই হয় সুসজ্জিত সমাপিকা ভাজ্য কোমার অন্তর্গৃহে।
রচনাকাল : ১৮/৬/২০২০
© কিশলয় এবং শৈলেন মন্ডল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।