এঁদো-পচা-আস্তাকুড়ে দুনিয়ায় আমি,
সব জেনে-বুঝে, কেন হাঁসো অন্তর্যামী?
মরে-বাঁচে কে-না-কে, লেখে দেখো কারা !
মনুষ্যত্বের সবই আছে, অন্ত:সার ছাড়া ||
আমি তবে লিখি কেন? আমি কোন দলে?
অর্থহীন লেখা যত | লেখা তো আসলে -
সারিবদ্ধ আর্তনাদ, সর্বগ্রাসা ক্ষুদা |
"ডিপ্রেশন" নেই আমার, আমার আছেন খোদা ||
সে হরি আমার মনে, সে আমার প্রাণে,
সে যীশু জানান দেয়, আমার প্রত্যেক ঘ্রানে |
ব্যর্থতাতো পথ-ক্লান্তি, সফরতো অনাদি;
থামা যেন অপরাধ, জীবন প্রতিবাদী ||
ভাবো তুমি অসুখিযে ! কিছুই মেলেনি?
হেন লোক আছে যার ভাতও জোটেনি |
ভাবো তারা সবে মিলে, আশা ছেড়ে দিলে,
সমাজ চালাবে তুমি, হুজুগ-মিছিলে?
রচনাকাল : ১৮/৬/২০২০
© কিশলয় এবং নীতিশ ভট্টাচার্য্য কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।