, শহর : Hooghly-chinsurah
কতদিন পরে আজি
আসিয়াছি ফিরে নীড়ে
পুরাতন গন্ধে যেন
অতীতে গিয়াছি ফিরে।
সাজানো ফটোতে বন্ধী
ওই রহিয়াছে চেয়ে
নিষ্পলক অবিরত
এই বৃহৎ শূন্য কক্ষে।
একাকি অসহায় আজও
রহিয়াছে অপেক্ষায়
নিরুত্তর এর ভাষা যেন
হৃদয়ে রয়ে যায়।
ঝুল মাখা দেয়ালেতে
আজও ছাপ স্পষ্ট
ক্রমশঃ ঘোলাটে হয়ে যায়
দৃশ্য হয় অস্পষ্ট ।।
~••সৌরভ কর্মকার••~
১৭/০৬/২০
রচনাকাল : ১৭/৬/২০২০