~ অভীপ্সা ~
রূপক ঘোষ
গ্রীনপার্ক
কথা দাও তুমি আসবে,
আমায় তুমি ভালোবাসবে।
মনের কথা আমি বলব,
নীরবে শুধু তাই শুনবে ।।
নদীর ওই কিনারাতে,
চুপচাপ বসে থেকে ,
উদাস প্রেমিক হয়ে,
তোমার ছবি যাব এঁকে ।।
ফিরে চলে যাও যদি,
বলব না কিছু আমি।
দূর থেকে তবু ভালোবাসব,
তুমি যে অনেক দামী ।।
২৮ শে বৈশাখ, ১৪২৭
রচনাকাল : ১৬/৬/২০২০