পর্ণমোচী
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সনৎকুমার পুরকাইত
দেশ : India , শহর : ডায়মন্ডহারবার

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ৯৭ টি লেখনী ৪৭ টি দেশ ব্যাপী ৪৬৯২৯ জন পড়েছেন।
Sanat Kumar Purkait
(১)
আকাশে অনেক তারার সমাবেশ,
প্রতিদিন খসে পড়ে কেউ কেউ।
দুঃখ কি কেউ পায় ঝরে পড়া তারাতে।
নাকি তার এই পতনের মাঝেই আনন্দ? 
মেঘেদের মন খারাপ, উদাসীন ঘোরে।
যদি সে ধ্রুবতারা হয়ে মরে।

(২)
সেদিন শরতের আহ্বানে, 
তরুবর বৃক্ষশাখে, খসে পড়ে পত্র।
টের পায় নি তো মহীরুহ।
এতবড় সমাজ হতে, আমাসম ক্ষুদ্র জীব।
যদি হারায় অতল তলে, কিবা আসে,
কিবা যায়, এই ব্যস্ত পৃথিবীতে!!

(৩)
মনে প্রেম ছিল, ভালোবাসা ছিল,
প্রেমে কি মন ছিল, বাসাটাই বা ভালো হল কবে!
হৃদয়ে হৃদয়ে ছিল যোগাযোগ,
      সংযোগ তো হয়নি কোনকালে! 
হৃদয় ফাটে, বিদীর্ণ হয় মন, জীবন যায় শুকায়ে।
সবাইকে মুক্তি দিয়ে, একদিন নিজেই যাবো হারিয়ে।

(৪)
হারিয়ে যাওয়া তো সময়ের বাঁধন,
হারিয়ে যাবে সবাই।
করহে এমন জীবন যাপন,
     মরণে বাঁচিবে তব প্রাণমন।
তারাদের মৃত্যু থাকে, ধ্রুবতারার নয়।
দেহের মৃত্যু হলেও, আপন কর্ম বেঁচে রয়। 

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮/ কুনুর নদীর উৎসে/বর্ধমান

রচনাকাল : ১৫/৬/২০২০
© কিশলয় এবং সনৎকুমার পুরকাইত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 7  China : 11  Europe : 1  France : 1  Germany : 1  India : 104  Ireland : 3  Russian Federat : 15  Saudi Arabia : 4  
Ukraine : 7  United Kingdom : 5  United States : 104  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 7  China : 11  Europe : 1  
France : 1  Germany : 1  India : 104  Ireland : 3  
Russian Federat : 15  Saudi Arabia : 4  Ukraine : 7  United Kingdom : 5  
United States : 104  
© কিশলয় এবং সনৎকুমার পুরকাইত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
পর্ণমোচী by Sanat Kumar Purkait is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৮৯০২০১
  • প্রকাশিত অন্যান্য লেখনী