~অব্যক্ত প্রেম ~
রূপক ঘোষ
গ্রীনপার্ক
আঁচল উড়িয়ে, হলুদ শাড়িতে তুমি,
হিল্লোল তুলেছ আনমনে ।
খোলা ওই কালো চুল দমকা হাওয়াতে তাই,
অবিরাম পড়ছে মুখপানে ।।
লাজে রাঙা , স্নাত বেশ,
সৌরভ ছড়ালে তুমি।
স্পর্ধিত চলনে তোমার,
মুগ্ধ হয়েছি আমি ।।
কাজল নয়না হরিণী যে তুমি,
গোলাপ পাপড়ির ডানা মেলেছ ।
অধর পল্লবের মৃদু হাসি দিয়ে,
হৃদয় কে জয় করেছ ।।
স্পর্ধা হয় নি তোমাকে জানার,
দূর থেকে যৌবন আমি দেখেছি।
নুপুরের রিনিঝিনির আবেশ কে নিয়ে সাথে,
হৃদমাঝারে তোমায় ধরে রেখেছি ।।
নাই বা পেল প্রেম পূর্ণতা,
নীরবে রচিব তবু গাথা।
যেদিন দেখেছি তোমায়,
নিয়ে তার স্মৃতি কথা ।।
১১ই জ্যৈষ্ঠ, ১৪২৭
গ্রীনপার্ক
রচনাকাল : ১৫/৬/২০২০
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।