~ঝড় ~
রূপক ঘোষ
গ্রীনপার্ক
ওই দেখো কালো মেঘে,
আকাশ টা ঢাকছে।
শনশন শব্দে,
ঝড় বুঝি আসছে ।।
গাছ গুলো দুলে দুলে,
গায়ে গায়ে পড়ছে।
কড়কড় করে ওই,
মেঘ শুধু ডাকছে ।।
পাখি সব পাখা মেলে,
দ্রুত উড়ে যাচ্ছে।
নিরাপদ আশ্রয়ের,
শুধু খোঁজ করছে ।।
মাঠেতে চরছে গোরু,
ডাক খালি ছাড়ছে।
খোঁটা খানা খুলে ফেলে,
ফিরে যেতে চাইছে ।।
আম গাছ থেকে ওই,
কাঁচা আম ঝরলো।
ওই দেখো মড়মড়,
গাছ ভেঙে পড়লো ।।
নদীতে ঢেউ দেখো,
ফুলে ফেঁপে উঠছে।
মাল্লার দল সব,
হরিনাম জপছে ।।
কাঁখেতে কলসি নিয়ে,
কুলবধূ আসছে।
ঝড়ের দাপটে ওই,
আঁচল টা উড়ছে ।।
লজ্জায় কুলবধূ,
দেহখানি ঢাকছে ।
দ্রুত পায়ে আল বেয়ে,
ঘর পানে ধাইছে ।।
মাঠ-ঘাট ধুলোময়,
ঝড়ের ওই দাপটে।
বৃষ্টির ফোঁটা বুঝি,
ঝরে পড়ে মাটিতে ।।
মেঘ খানা সরে গেছে,
ঝড়টা ও থেমে গেছে।
নেই কোনো ভয় আজ,
আনন্দ এসে গেছে ।।
১৪ই বৈশাখ, ১৪২৭
রচনাকাল : ১৫/৬/২০২০
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।