(১)
মাঝে মাঝে মনে হয় মারিয়ানার গভীরে ডুবে যাই।
আমি ডুবতে চেয়েছিলাম তোমার সাথে।
গভীর প্রেমের আলিঙ্গনে, আমি ডুবে যেতে চেয়েছি।
তোমার তো আবার উচ্চাকাঙ্ক্ষা।
তোমার চাই যশ, খ্যাতি, প্রতিষ্ঠা আর প্রতিপত্তি।
আমি তোমার চোখে দেখেছি, উপরে ওঠার নেশা।
মানুষের মাঝে দেবতা হওয়ার প্রত্যাশা।
(২)
মাঝে মাঝে মনে হয় মারিয়ানার খাতে ডুবে যাই।
হতাশ হয়ে যখন আবার তাকাই মারিয়ানার দিকে।
ফিরে দেখি তোমার চোখ ঊর্ধ্ব গগনে। কি দেখছ?
ওহ! তোমার লক্ষ্য তো মাউন্ট এভারেস্টের ধবল চুড়া।
খ্যাতির চুড়া, সম্মানের চুড়া আর বিড়ম্বনার চুড়া!
মানুষের প্রেমে ডুবে থেকে, আমার প্রেম দেখতে চাও নি।
মানুষের মাঝে থাকতে চেয়ে, আমায় করেছ একাকী।
তাই মাঝে মাঝে মনে হয় মারিয়ানার খাতে ডুবে যাই।
(৩)
তুমি হয়তো অনেক অনেক উঁচুতে থাকবে সেদিন।
বেলাশেষে সবাই যখন দূরে যাবে
খ্যাতির জ্বালায় যখন তুমি ক্লান্ত, পরিশ্রান্ত।
তখন কি এভারেস্টে বসে মারিয়ানা খাতের দিকে তাকাবে?
খুঁজবে কি আমার প্রেম, মনে পড়বে কি আমার ভালোবাসা?
সাগরের জলরাশিতে দেখতে পাবে কি আমার বিরহের অশ্রু?
(৪)
মাঝে মাঝে মনে হয় মারিয়ানার খাতে ডুবে যাই।
তুমি তোমার সৃষ্টি নিয়ে মত্ত আজও।
সেই সৃষ্টির মাঝে আমিও বাঁচতে চেয়েছি।
কিন্তু সময় কোথায় আমার চোখে তোমার সৃষ্টির রসদ খোঁজার?
আমার বিন্দু বিন্দু অশ্রুকণা তোমার কবিতার অক্ষর হতে পারত!
আমি আজ তোমার কবিতায় বঞ্চিত, অবহেলিত, অপাংক্তেয়।
তবু আমি আছি, গুরুত্ব না পেলেও, হয়েছি আমি ব্রাত্য।
রচনাকাল : ১৪/৬/২০২০
© কিশলয় এবং সনৎকুমার পুরকাইত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।