‘রাত জাগা তারা’
তুই যে আমার গভীর রাতে,
জেগে থাকা তারা,
তুই আমার মন খারাপে,
প্রানের ভালো লাগা।
তোর সনে প্রানের খেলা,
মনের গোপন কথা,
এক মুহূর্তের বিরহবেলায়,
জাগে প্রাণে ব্যাথা।
তোর সঙ্গে হারিয়েছি কবে,
অনুভূতির স্রোতে,
মনে হয় তার শিকড়টা,
আজও আমার হাতে।
যতই ভাবি গভীরে আমি,
হয়তো তুই নয়,
তোর কাছে আমি যেন,
সেই পথের পরিচয়।
তোর জন্য জেগে থাকি,
সারা রাত্রি আমি,
সেকথা তুই না জানিস,
জানেন অন্তর্যামী।
প্রেম তোর অনেক গভীর,
আমার বেলায় খাদ,
তাইতো এত মিষ্টি তোর,
ঘুমিয়ে পড়ার স্বাদ,
তোর জন্য ভাঙব পাহাড়,
আকাশ দেব পাড়ি
ভাবের ঘরে চুরি করে,
তুই ভাবিস আড়ি।
যেথায় থাকিস ভালো থাকিস,
আমি আছি দূরে,
তুই হয়তো ব্যস্ত আছিস,
আপন লোকের ভিড়ে।
আমি আছি সেই যে আমায়,
স্মৃতির সরণি বেয়ে,
ভালোবাসার খেলায় জিতে,
শুধু শুন্য বাসা লয়ে।
রচনাকাল : ১৪/৬/২০২০
© কিশলয় এবং সনৎকুমার পুরকাইত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।