(১)
হৈমন্তী, তুমি আমার মন খারাপে দুপুর বেলার সাথী!
সব আনন্দ হল সারা, ক্লান্ত আজি মন,
হিমেল হাওয়ার সাথে সাথে পেলাম দরশন।
সেই তুমি আর এই আমি, মিলে গেছি কবে,
তুমি আমায় আগলে নিয়ে, জড়িয়েছিলে যবে।
(২)
হৈমন্তী, তুমি আমার ছোটবেলার পুতুল পুতুল খেলা!
তুমি আমার হৃদয়ের নৃত্য, অবকাশের বেলা,
তোমার মাঝে খেলে বেড়ায়, নতুন মাঠে খেলা।
তোমার সাথে বাবুঘাটে, গঙ্গার পাড়ে গান,
তোমায় নিয়ে বাগবাজারে, মায়ের ঘাটে স্নান।
(৩)
হৈমন্তী, তুমি মোর হৃদয়সাগরে এক চিলতে দ্বীপ!
হাসি আনন্দ প্রেম প্রীতি, থাকে সহানুভূতি,
তোমার প্রেমে মজলে মোর, অগতির গতি।
তোমায় নিয়ে রাসযাত্রা, লুকিয়ে ধরা হাত,
তোমার কথায় ঘুমের ঘোরে, দরজায় করাঘাত।
(৪)
হৈমন্তী, তুমি আমার গভীর ঘুমে জেগে ওঠা স্বপ্ন!
তোমায় পেয়ে হাজির হলাম জয়ন্তীর পাড়ে,
তোমার সাথে ডুয়ার্সে ঘোরা কেউ ছাড়তে নারে।
হেমন্তের ঐ গোধূলিবেলায়, এঁকে দিলে চুমু,
হৈমন্তী, সেদিন থেকে তব প্রেমে, খাচ্ছি হাবুডুবু।
(৫)
হৈমন্তী, তুমি আমার ম্যানগ্রোভ থেকে সান্দাকফু দেখার স্পর্ধা!
সেই যে তুমি দীপাবলি, তুমি আলোর খেলা,
তোমার সাথে দেখেছিলাম, জগদ্ধাত্রীর মেলা।
তুমি আমার একটু স্মৃতি, মনের কোণে উঁকি,
তোমায় ত্যজলে এ জীবনে নেওয়া হবে ঝুঁকি।
------------------------
(শান্তিনিকেতন/বিশ্বভারতী/২০শে আগস্ট, ২০১৮)
রচনাকাল : ১৪/৬/২০২০
© কিশলয় এবং সনৎকুমার পুরকাইত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।