(১)
আগমনী, তুমিই আমার আলস্যের চমক!
তোমার প্রেমে পড়লাম বলে, শ্রাবনী গেল ছেড়ে,
তোমার প্রেমে আকাশ মাঝে, পেঁজা তুলো চড়ে।
তোমার দেখায় বাদল গেল, মিষ্টি রোদ্দুরে।
তুমি আছ শিলাবতীর কনকচাঁপার চরে।
(২)
আগমনী, তুমিই আমার কাশের কোমল পরশ!
সবুজ ঘেরা চাষের ক্ষেতে, সোনালী বলয়,
শ্বেতবসনা কাশের বনে, মৃদুমন্দ মলয়।
তোমায় নিয়ে কাটতে গেছি, নবান্নের ধান,
তোমার মাঝে হারিয়েছি, মোর ব্যাথা ভরা প্রাণ।
(৩)
আগমনী, তুমিই আমার আলোর বীণা!
সেদিন ভোরে তোমার কোলে, ঘুমিয়ে ছিলাম যবে,
মহালয়ার স্তোত্রপাঠে, জানান দিলে তবে।
তুমি আমার প্রতিমায়, খড়ের উপর মাটি,
তুমি থাকলে বাঙালীর পূজা, হয় যে পরিপাটি।
(৪)
আগমনী, তুমি তো আমার শারদ পূর্ণিমা!
তোমায় নিয়ে শারদীয়ায় আলোর চকমকি,
তোমার সাথে ভাব জমিয়ে, পূজার ঢাকে কাঠি।
তুমি আমার কোজাগরীর লক্ষ্মীপ্রতিমা,
তোমার সঙ্গ পেলে মোর, বাড়ে গরিমা।
(৫)
আগমনী, তুমিই আমার অবকাশের ভোর!
তুমি আমার বিদেশ ভ্রমণ, কর্মে দাও ছুটি,
তোমার সাথে হারিয়ে যাব, গোয়া কিংবা ঊটি।
তোমার সাথে কাশ্মীর, মোর কন্যাকুমারিকা,
তোমার সাথে মিশে যাব, কলকাতা নয় ঢাকা।
-----------------------
(শান্তিনিকেতন/বিশ্বভারতী/২০শে আগস্ট, ২০১৮)
রচনাকাল : ১৪/৬/২০২০
© কিশলয় এবং সনৎকুমার পুরকাইত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।