~আমফান ~
রূপক ঘোষ
গ্রীনপার্ক
সাইক্লোন আমফান,
হয়ে তেজে বলিয়ান্ ।
বাংলাতে ঢুকে এসে,
আঘাতটা হানে শেষে ।।
ঝড়ো হাওয়ার গতিবেগ,
বেড়ে চলে উদ্বেগ।
কত চাল উড়ে যায়,
গাছ -পালা ভেঙে যায়।।
কাঁচা বাড়ি পড়ে ধসে,
হাহাকার নেমে আসে।
বাঁধ ভাঙে তোড়েতে,
জল ঢোকে বাড়িতে।।
ভাঙে কত জেটি- ঘাট,
বানভাসি মাঠ ঘাট।
নোনা জলে ডোবে ক্ষেতি,
ফসলের হল ক্ষতি।।
মাথা 'পরে নেই ছাত,
খোলা মাঠে সারারাত।
খাবে কি তা জানে না,
পেট খিদে মানে না ।।
চিড়ে-মুড়ি-গুড়-খই,
পায় যদি তাই সই।
হারিয়েছে বাড়ি-জমি,
ঠিকানাটা পরভূমি।।
২২ শে, জ্যৈষ্ঠ, ১৪২৭
রচনাকাল : ১৩/৬/২০২০
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।