~ওরা ~
রূপক ঘোষ
গ্রীনপার্ক
ওদের মুখ চেনে সকলেই,
এ পাড়ারই ছেলে ওরা।
কি যেন নাম ওদের!
বাবাই, টুবাই, সমীর আরো কারা।।
বেলা হলে জড়ো হয় ওরা,
পাড়ার চায়ের দোকানে।
হাতে নিয়ে কাপ তুফান তোলে ওরা,
আলোচনা চলে রাজনীতি থেকে ময়দানে।।
চেঁচামেচি-হাতাহাতি থাকে না কিছু বাকি,
যদি তর্কটা হয় শুরু।
মিটমাট হয়ে গেলে,
একসাথে আবার পথচলা শুরু।।
শিক্ষিত ওরা, জোটাতে পারে নি কোন কাজ,
দু-বেলা বাড়িতে মুফতে মেলে গালি -গালাজ।
অচ্ছুত ওরা, পাড়াতে নেই কোন দাম,
বখাটে বলেই জানে এ সমাজ।।
বে-পাড়ার মেয়ে পাশ দিয়ে গেলে,
ছুঁড়ে দেয় বাঁকা কিছু কথা।
পাড়ার মেয়েদের ভুলেও বলে না কিছু,
হেঁট করে থাকে মাথা।।
রকবাজ বলে বদনাম জোটে,
সুনাম করে না কেউ।
আপদে-বিপদে ওরাই থাকে পাশে,
এগিয়ে আসে না আর কেউ।।
ডাকে যদি কেউ ভালবাসা দিয়ে,
গরবে ভরে ওঠে বুক।
ভুলে যায় ওরা লাঞ্ছনা যত,
শ্বাস ভরে নেয় সুখ।।
২৫ শে জ্যৈষ্ঠ, ১৪২৭
রচনাকাল : ১৩/৬/২০২০
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।