~আশা ~ রূপক ঘোষ গ্রীনপার্ক মন যেটা চাইছে, পারছে না করতে, মনে তাই বিদ্রোহ জাগছে। চেগুয়েভারা আর ফিদেল কাস্ত্রোকে , বারবার মনে তাই পড়ছে।। মুছে যাক দুর্নীতি, ঘুচে যাক বিদ্বেষ, এটুকুই পারি শুধু চাইতে । বঞ্চিত, অসহায় নরনারী যতসব, পারে যেন জীবনের জয়গান গাইতে ।। মনে আশা জেগে থাকে, যখন তাকিয়ে দেখি, দেশে দেশে বিপ্লবের ধ্বজা ওই উড়ছে। মরে ও মরে নি 'চে', ইতিহাস আজ ও তার বিদ্রোহের জয়গান গাইছে ।। ১৫ই বৈশাখ, ১৪২৭রচনাকাল : ১২/৬/২০২০