টিপ টুপ টাপ টাপুর টুপুর বৃষ্টি পড়ে সারা দুপুর ভেজা মাটির গন্ধেতে আজ মনটা হলো বরই ব্যাকুল পাকা আমের গন্ধ ভরা জৈষ্ঠতে আজ জাগলো ধরা সবকিছু আজ বাঁধন ছাড়া সেই ছোট্ট বেলার মতো। কাগজের ই নৌকা করে ভাসিয়ে দেবো নদীর জলে পৌঁছে যাবে মেঘের কাছে দুঃখ যত যাবে সাথ নৌকো ভরা দুঃখগুলো কখনো আর ফিরবে না তো।।রচনাকাল : ১২/৬/২০২০
পূর্বালী চক্রবর্তী ১০ই জুন দক্ষিণ ২৪পরগনা জেলায় জন্মগ্রহণ করেন।ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চার প্রতি বিশেষ আগ্রহী।তিনি নবীন লেখিকা রূপে ২০২০সালে প্রথম কিশলয় ই পত্রিকাতে আত্মপ্রকাশ করেন।বর্তমানে তিনি অনলাইনে বিভিন্ন পত্রিকায় লেখালিখি করেন।এখনো পর্যন্ত তিনি কিছু গল্প,কবিতা এবং প্রবন্ধ লিখেছেন ।